ঢাকাSaturday , 17 May 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে ‘বয়েসিং ভাসমান বিওপি’র উদ্বোধন: জলসীমান্তে নিরাপত্তা জোরদার করবে বিজিবি

Mahamudul Hasan Babu
May 17, 2025 2:36 pm
Link Copied!

এস. এম. সাইফুল ইসলাম কবির, সুন্দরবন থেকে ফিরে:বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের সীমান্তবর্তী এলাকায় জলপথে নজরদারি ও অপরাধ দমনে ‘বয়েসিং ভাসমান বিওপি’ (বর্ডার অবজারভেশন পোস্ট) উদ্বোধন করেছেন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৭ মে) সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী রায়মঙ্গল নদী ও বয়েসিং খালের মুখে এই বিওপির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
সীমান্তে আধুনিক নজরদারির নতুন অধ্যায়

উদ্বোধনী বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সুন্দরবনের নদীবেষ্টিত সীমান্ত এলাকায় স্থলপথে টহল অনেক সময় কঠিন হয়ে পড়ে। এই ভাসমান বিওপি এখন থেকে সীমান্তে চোরাচালান, মানবপাচার ও বনজ সম্পদ লুণ্ঠনের মতো অপরাধ প্রতিরোধে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণে সহায়ক হবে।”

তিনি জানান, বাংলাদেশ-ভারতের ৪,১৫৬ কিলোমিটার সীমান্তের মধ্যে প্রায় ১৮০ কিলোমিটার নদীপথ রয়েছে, যার মধ্যে ৭৯ কিলোমিটার পড়েছে সুন্দরবনে। এই এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে ভাসমান বিওপির মাধ্যমে বিজিবির নজরদারি আরও শক্তিশালী হবে।
তৃতীয় ভাসমান বিওপি

এটি সুন্দরবনে স্থাপিত তৃতীয় ভাসমান বিওপি। এর আগে কাচিকাটা ও আঠারোভেকি চ্যানেলে দুটি ভাসমান বিওপি স্থাপন করা হয়েছিল। বয়েসিং বিওপি চালুর মাধ্যমে জলসীমান্ত নিরাপত্তা আরও সুসংহত হবে বলে জানান বিজিবি মহাপরিচালক।
বিশেষ রিভারাইন ব্যাটালিয়ন গঠনের পরিকল্পনা

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, ভবিষ্যতে সুন্দরবনের মতো জলভিত্তিক সীমান্ত ব্যবস্থাপনায় “বিশেষ রিভারাইন বর্ডার গার্ড ব্যাটালিয়ন” গঠনের পরিকল্পনা রয়েছে, যা দেশের জলসীমান্তে নিরাপত্তার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।
পুশ-ইন ও সীমান্ত পরিস্থিতি

সাম্প্রতিককালে দেশের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পশ্চিম সীমান্তবর্তী অঞ্চলে “পুশ-ইন” ঘটনার প্রসঙ্গে বিজিবি মহাপরিচালক বলেন, “সিলেট, কুড়িগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম এলাকায় এ ধরনের ঘটনা ঘটছে। আমাদের সীমান্ত দীর্ঘ ও দুর্গম, কিন্তু সীমান্তরক্ষীরা সর্বোচ্চ চেষ্টা করছে প্রতিরোধে।”

তিনি আরও জানান, “ভারত থেকে যদি কোনো বাংলাদেশি নাগরিক ফেরত দেওয়ার প্রয়োজন হয়, তা নিয়মমাফিক হস্তান্তর প্রক্রিয়ার মাধ্যমে হওয়া উচিত। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবি একযোগে কাজ করছে।”
উপস্থিতি ও অংশগ্রহণ

ভাসমান বিওপি উদ্বোধন অনুষ্ঠানে বিজিবির সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, যশোর রিজিয়নের কমান্ডার, খুলনা সেক্টরের সেক্টর কমান্ডার, নীলডুমুর ব্যাটালিয়নের অধিনায়কসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
*ছবি সংযুক্ত আছে।