ঢাকাMonday , 19 May 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

তারাগ‌ঞ্জে মহাসড়ক ঘেঁষে  কাঁচা বাজার: বিপদের আশঙ্কা বাড়ছে দিন দিন 

Mahamudul Hasan Babu
May 19, 2025 4:36 pm
Link Copied!

এম. এ. শাহীন: রংপুরের তারাগঞ্জ উপজেলার বেলতলী এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সৈয়দপুর মহাসড়কের উত্তর পাশে প্রতিদিন বিকেল ৪টার পর থেকে বসে একটি অস্থায়ী কাঁচা বাজার। স্থানীয় কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা সেখানে শাকসবজি, ফলমূল, পেঁয়াজ, মরিচ, মাছসহ নানা নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করেন। বাজারটি চলে রাত প্রায় সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত।
স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এই বাজারটি এলাকাবাসীর জন্য গুরুত্বপূর্ণ হলেও এটি মহাসড়কের একেবারে পাশে গড়ে ওঠায় মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরাও এখানে কেনাকাটা করেন, ফলে প্রতিদিন শত শত মানুষ এই বাজারে ভিড় করেন।
উল্লেখ্য, এই মহাসড়কটি উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রুট, যা ‘বিশ্বরোড’ নামে পরিচিত। দিনরাত চলাচল করে আন্তঃজেলা বাস, ট্রাক, ও অন্যান্য ভারী যানবাহন। বিশেষ করে সন্ধ্যার পর যান চলাচলের চাপ অনেক বেড়ে যায়। তখন বাজারের ভিড় ও যানবাহনের গতি মিলে তৈরি করে বিপজ্জনক পরিস্থিতি।
সচেতন মহলের মতে, রাস্তার পাশে এভাবে বাজার বসা শুধু বেআইনি নয়, অত্যন্ত প্রাণঘাতীও। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এর আগেও এক রাতে একটি মালবাহী ট্রাক এই বাজারে ঢুকে পড়ে—ঘটনাস্থলে একজন নিহত ও অন্তত তিনজন আহত হন। সে সময় এলাকাবাসী বাজারটি নিরাপদ স্থানে স্থানান্তরের দাবি জানালেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
এলাকার সচেতন নাগরিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের দাবি, বাজারটি উচ্ছেদ না করে আশপাশের কোনো খালি ও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হোক। এতে যেমন বাজার ব্যবস্থাপনা সুশৃঙ্খল হবে, তেমনি দুর্ঘটনার ঝুঁকিও অনেকাংশে কমে যাবে।