আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে নবাগত পুলিশ সুপার মাকসুদা আকতার খানম (পিপিএম) এর সাথে সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর ১২ টার সময় জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার হিসেবে যোগদান করার পর তিনি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
পুলিশ সুপার বলেন, আমি নতুন এসেছি। আপনাদের নিকট থেকে জেলার নানা সমস্যা ও পুলিশের সেবা প্রাপ্তির পরামর্শ দিয়েছেন। আমি সাংবাদিকদের সহযোগিতায় এই জেলাকে একটি উন্নত ও সমৃদ্ধ মেহেরপুর গড়ে তুলতে চেষ্টা করবো।
তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রতিফলন ও মেহেরপুরের উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনাকে তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। প্রথমতঃ মেহেরপুরের সংবাদ কর্মীদের সাথে পরিচিতি লাভ করেন এবং মেহেরপুরে নবাগত পুলিশ সুপারকে নিয়ে সংবাদ কর্মীদের প্রত্যাশার কথা জানতে চান ।
একপর্যায়ে মেহেরপুরের নানা সমস্যা, সম্ভাবনার কথা নোটডাউন করেন। তিনি বলেন, আমি ১ সেপ্টেম্বর মেহেরপুরে যোগদান করেই জানতে পেরেছি ,বিগত ৫ আগষ্ট সরকারের আন্দোলনে মেহেরপুরে কোন প্রভাব পড়েনি এমনকি কোনরকম অনাকাঙ্খিত ঘটনাও ঘটেনি।মেহেরপুরের পরিবেশ পরিস্থিতি ভাল ছিল। বর্তমানে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। আমি আমার পুলিশ বাহিনীকে সাথে নিয়ে মেহেরপুরের উন্নয়নে কাজ করতে চাই। এখানে মাদক নিয়ন্ত্রন, রাজনৈতিক অস্থিরতা নিরসন, যানবাহন চলাচল নিয়ন্ত্রন, অনলাইন জুয়া বন্ধে কাজ করার সুযোগ রয়েছে। তিনি বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান ও অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক ) আব্দুল করিমসহ মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, সেক্রেটারী মাহবুব চান্দু , মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু,মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন, সাংবাদিক তুহিন আরন্য,ইত্তেফাক সংবাদদাতা আমিরুল ইসলাম অল্ডামসহ গণমাধ্যমকর্মী বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্ মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।