ঢাকাTuesday , 20 May 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

প্রতিনিয়ত যাচ্ছে প্রাণ তবুও থেমে নেই মাদারীপুরের মানবপাচার চক্র

Mahamudul Hasan Babu
May 20, 2025 1:52 pm
Link Copied!

জাহিদ হাসান, মাদারীপুর প্রতিনিধি:মাদারীপুর থেকে প্রতিদিনই কেউ না কেউ দেশ ছাড়ছেন অবৈধপথে ইটালি যাওয়ার জন্য। ভাগ্য ভাল হলে ১৫ দিন থেকে ১ মাসের মধ্যে চলে যাচ্ছে স্বপ্নের গন্তব্য ইটালিতে। কেউ আবার গেম ঘরে মাসের পর মাস অমানবিক জীবন কাটাচ্ছে। কেউবা আবার মাফিয়ার হাতে পরে অমানষিক নির্যাতনের শিকার হচ্ছে। পরিবার তাদের মুক্ত করতে ভিটা বাড়ি বিক্রি করে সর্বশান্ত হচ্ছে। অনেক মায়ের বুকের ধন চিরতরে হারিয়ে যাচ্ছে উত্তাল ভূমধ্যসাগরে। অনেকের নিথর দেহ বাড়ি ফিরছে। তারপরও থেমে নেই এই অনিশ্চিত যাত্রা। আর এই যাত্রায় কিশোর ও যুবকদের উৎসাহিত করছে এক শ্রেণির দালালরা। পরিবারের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। তেমনি এক দালাল রাজৈর উপজেলার সাতপার গ্রামের পরিমল মল্লিক। পেশায় একজন শিক্ষক হলেও ইটালি নেয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে অনেক পরিবার থেকে। তার মাধ্যমে অনেকে পৌছে গেছে ইটালি। অনেকে লিবিয়ায় অপেক্ষা করছে সমুদ্রপথে ইটালি পাড়ি দেয়ার। প্রকাশ্যে এই ব্যবসা করায় সাতপাড় গ্রামসহ আসে পাশের অনেক ইউনিয়নের লোকজন জানে পরিমলের অবৈধ পথে ইটালি লোক নেয়ার কথা। জানেনা শুধু জেলা, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। এছাড়া অভিযোগ ছাড়া তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নারাজ প্রশাসন।
সাতপাড় গ্রামে গিয়ে দেখা গেছে গ্রামের প্রাইমারি স্কুলের পাশে ছোট্ট একটি টিনের ঘরে স্ত্রীকে নিয়ে বসবাস করেন পরিমল মল্লিক। স্থানীয় একটি হাইস্কুলে ১৫ বছর গেষ্ট টিচার হিসাবে পড়িয়েছেন তিনি। তাই এলাকায় পরিমল মাষ্টার হিসাবে পরিচিত তিনি। স্কুলের চাকরি ছেড়ে দিয়ে এখন প্রাইভেট পড়ান। কয়েক বছর আগে হঠাৎ করে ইটালি লোক পাঠানো শুরু করে। সেই থেকে এই পর্যন্ত প্রায় শতাধিক লোক পাঠিয়েছেন তিনি। এখানও একাধিক লোক লিবিয়ার গেম ঘরে আছে। সময় সুযোগ মতো তাদেরও ভূমধ্যসাগর পাড়ি দিয়ে পৌছে দেয়া হবে ইটালি। স্থানীয় অনেকেই জানান, বছরে দুই তিনবার স্ত্রীকে নিয়ে তিনি ইন্ডিয়া যান। ইটালি লোক পাঠিয়ে কোটি কোটি টাকা আয় করলেও ছোট টিনের ঘরেই স্ত্রীকে নিয়ে বসবাস করেন। দেশে তেমন কোন সম্পদ করেননি। এমনকি লোক দেখানো প্রাইভেট পড়ান। তিনি সবাইকে বুঝাতে চান তার কাছে কোন অর্থ নেই। কোনমতে প্রাইভেট পড়িয়ে সংসার চালান। তাহলে বিদেশে লোক পাঠিয়ে যে টাকা পান তা কি করেন। তিনি এই টাকা ইন্ডিয়াতে পাচার করেন বলেও অনেকে অভিযোগ করেন।
বিদেশে লোক পাঠানোর বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে অভিযুক্ত পরিমল মল্লিক বলেন, আমি বিদেশে কোন লোক পাঠাইনা। আমি কোনমতে প্রাইভেট পড়িয়ে সংসার চালাই। স্ত্রীকে ডাক্তার দেখাতে মাঝে মাঝে ভারতে যাই। দুইদিন আগেও স্ত্রীকে ডাক্তার দেখিয়ে দেশে এসেছি। আমার বিরুদ্ধে সবাই মিথ্যা কথা বলছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক গৃহীনি বলেন, আমার মেয়ে জামাইকে পরিমল মাষ্টার ইটালি পাঠিয়েছে। মোট ২০ লাখ টাকা খরচ হয়েছে। শুধু আমার জামাইকেই না, এই এলাকার অনেক লোককে পরিমল মাষ্টার ইটালি পাঠিয়েছে। সে একজনকে ইটালি পাঠাতে ২০ থেকে ২২ লাখ টাকা নেয়। তার কোন লোক ধরা খায় না। তাই তার মাধ্যমে অনেকেই ইটালি গেছে, এখনও যাচ্ছে। এই এলাকা চহা করে দিছে সে।
স্থানীয় সুরঞ্জন জানান, জেলার বিভিন্ন স্থান থেকে তার কাছে আসে ইটালি যাওয়ার জন্য। ২০ থেকে ২২ লাখ টাকায় রাজি হলে তাদেরকে সে পাঠানোর ব্যবস্থা করে। এপর্যন্ত প্রায় শতাধীক লোকজন পাঠিয়েছে। সে প্রতিদিন কদমবাড়ি বাজারে গিয়ে এই লোক পাঠানোর দরবার করে।
পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসান বলেন, দালালচক্রের বিরুদ্ধে কেউ অভিযোগ বা তথ্য দিলে আমরা তদন্তসাপেক্ষে সত্যতা নিশ্চিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব।
জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার বলেন, অবৈধভাবে বিদেশে না যাওয়ার বিষয়ে জনসচেতনতা তৈরিতে কাজ করছে জেলা প্রশাসন। এছাড়া কেউ অভিযোগ না করলে এর সাথে জড়িত দালাল শ্রেণির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া কঠিন হয়ে যায়। অভিযোগ ও সুনিদৃষ্ট প্রমান পেলে দালাল শ্রেণির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।