ঢাকাWednesday , 21 May 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বীরগঞ্জে আশ্রয়ণের ঘর দখলকে কেন্দ্র করে সংঘর্ষে ৬ জন আহত

Mahamudul Hasan Babu
May 21, 2025 9:54 am
Link Copied!

মো: তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের পুনঃনির্মিত পাকা ঘর জবর দখলকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। বুধবার (২১মে) সকাল ৮ টার দিকে উপজেলার ৪নং পাল্টাপুর ইউনিয়নের ভোগডোমা আশ্রয়ণ গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৬ জন গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি রয়েছে।
আহতরা হলেন ঘর ও জমির প্রকৃত মালিক দাবিদার মৃত আবুল কালামের কন্যা নাজমা বেগম (৪৫), জামাই সুকুমুদ্দিন (৫৫), নাতি আলমগীর (২৫), আলমগীরের স্ত্রী রুবিনা (২০) এবং বিরোধী জবর দখলকারী প্রতিপক্ষ মৃত আব্দুল মজিদের পূৃত্র তারা মিয়া (৩৫) ও মনু মিয়া (৪০)। হাসপাতালে চিকিৎসাধীন আহত নাজমা জানান, তারা উত্তরাধিকার সূত্রে প্রকৃত মালিক। মৃত আবুল কালাম আজাদের ওয়ারিশ এবং ওই আশ্রয়ণ প্রকল্পের ১৮৩৯/১৮৭০ দাগে বাস্তু ৮ শতাংশ এবং আবাদি ৩৮ শতাংশ মোট ৪৬ শতাংশ জমি বিগত ১৬ এপ্রিল’২০০১ সালে সরকার কর্তৃক ৩৫৮৭ নম্বর দলিলে প্রাপ্ত হয়েছেন। দীর্ঘদিন যাবত ভোগ দখল করছেন। কিন্তু সম্প্রতি ভূতপূর্ব ইউএনও ফজলে এলাহী টিনের ব্র্যাক গুলো ভেঙ্গে পাকা ঘর নির্মাণকালে অতি সুক্ষ্ম কৌশলে স্থানীয় জনপ্রতিনিধির দ্বারা আমাকে অন্যত্র সরিয়ে রেখে মজিদের পুত্র তারা মিয়াকে নতুন নির্মিত পাকা ঘরে ঘুষ বানিজ্যের মাধ্যমে ঢুকিয়ে দিকে বিশৃংখলা সৃষ্টি করেছে। তিনি আরও আরো জানান, ঘটনাটি উপজেলা নির্বাহী অফিসার এবং অফিসার ইনচার্জ বীরগঞ্জ থানায় লিখিত অভিযোগসহ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রচার করার পরেও আমাদেরকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী আক্রমন চালিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করেছে। প্রতিপক্ষের আহতরা জানায় তারা কোন ঘর দখল করে নাই, আবুল কালাম মৃত্যুর পর পরিত্যাক্ত ছিল।উপজেলা প্রশাসন ও স্থানীয় চেয়ারম্যান মেম্বার তাকে সেখানে থাকতে বলেছে। উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ এবং অফিসার ইনচার্জ বীরগঞ্জ থানা আব্দুল গফুরের সাথে কথা হলে তারা অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করেছেন আইনানুগ ব্যবস্থা নিবেন মর্মে জানান।