ঢাকাThursday , 22 May 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

তারাগঞ্জে ঔষধ ব্যবসায়ীদের মানববন্ধন

Mahamudul Hasan Babu
May 22, 2025 12:45 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার: রংপুরের তারাগঞ্জে স্থানীয় ঔষধ ব্যবসায়ীরা ৪ দফা দাবিতে  মানববন্ধনের আয়োজন করেছে। ২২ মে,  বৃহস্পতিবার দুপুর  ১২টায় বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিটি উপজেলার নতুন চৌপতি মহাসড়কের পাশে আয়োজিত হয়, যেখানে অংশগ্রহণ করেন উপজেলার প্রায় শতাধিক ঔষধ ব্যবসায়ী।

ব্যবসায়ীদের দাবিগুলোর মধ্যে রয়েছে-

১। ঔষধ বিক্রয়ের ক্ষেত্রে কমিশনের হার বৃদ্ধি করা। ২।  মেয়াদোত্তীর্ণ ঔষধ দ্রুত ফেরত নেওয়া ও প্রতিস্থাপনের কার্যকর ব্যবস্থা গ্রহণ।

৩। লাইসেন্সবিহীন ফার্মেসিগুলোতে ঔষধ সরবরাহ বন্ধ করা। ও ৪। সরকারের মাধ্যমে ঔষধের মূল্য নির্ধারণ ও মনিটরিং ব্যবস্থা জোরদার করা।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে ঔষধ ব্যবসায়ীদের অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। তারা অভিযোগ করেন, ঔষধ কোম্পানিগুলো প্রায়শই মেয়াদোত্তীর্ণ ঔষধ ফেরত নিতে গড়িমসি করে, ফলে ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। তাছাড়া লাইসেন্স না থাকা সত্ত্বেও অনেক প্রতিষ্ঠান ঔষধ বিক্রি করছে, যা আইনগতভাবেও অপরাধ।

এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দাবি পূরণে সরকার দ্রুত পদক্ষেপ না নেয়, তবে তারা আগামীতে আরও কঠোর কর্মসূচি গ্রহণে বাধ্য হবেন।