জাহিদ হাসান, মাদারীপুর প্রতিনিধি:জেলা প্রশাসনের অসহযোগিতা ও খামখেয়ালির কারণে পন্ড হতে বসেছে ডাল গবেষণার ১৬৮ কোটি টাকার মাদারীপুর ডাল প্রকল্প। ভূমি অধিগ্রহণের সকল প্রক্রিয়া শেষ করে জমির মূল্য বাবদ ৯৬ কোটি টাকা জেলা প্রশাসককে দিলেও ডাল গবেষণা কর্তৃপক্ষ ২ বছরেও বুঝে পাননি অধিগ্রহণের জমি। প্রকল্প পরিচালক বারবার জেলা প্রশাসকের কাছে ধর্ণা দিয়েও কোন সুরাহা পাননি। ২৬ সালে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা অথচ জেলা প্রশাসকের অসহযোগিতার কারণে মেয়াদের মধ্যে প্রকল্প শেষ করা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
জানা গেছে, ২০০৫ সালে ২০.৫০ একর জমির উপর প্রয়োজনীয় অবকাঠামো করে শুরু হয় আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের কার্যক্রম। শুরু থেকেই মুশরী, খ্যাসারী, মটর, মুগ, মাশকলাই ডাল নিয়ে গবেষণা শুরু হয়। এপর্যন্ত গবেষণা করে মুশরীর ৮টি জাত, খ্যাসারীর ৬টি জাত ও বাড়ী মটরের ৩ টি জাত উদ্ভব করেছে। জলবায়ু উপযোগী রোগ প্রতিরোধি সহশীল ও উচ্চ ফলনশীল জাতের ডাল চাষ করে যেমন হাসি ফুটেছে কৃষকের মূখে তেমনি ডাল উৎপাদন বেড়েছে অনেকগুন। আরও অধিকতর গবেষণার জন্য আধুনিক ল্যাব ভবন, পরীক্ষামূলক ডাল চাষের জমি ও যন্ত্রপাতি ক্রয় করার জন্য ২০২১ সালে মাদারীপুর ডাল উৎপাদন বৃদ্ধি নামের একটি প্রকল্প গ্রহন করে সরকার। এজন্য ডাল গবেষণা কেন্দ্রের পাশে ৩০ একর জমি অধিগ্রহণের উদ্যোগ নেয়া হয়। এতে ব্যয় নির্ধারণ করা হয় ১৬৮ কোটি টাকা। মাদারীপুর জেলা প্রশাসন ও প্রকল্প কর্তৃপক্ষ যৌথভাবে ভূমি অধিগ্রহণের জমি, স্থাপনা, গাছপালা, ফসলসহ সব ধরণের যাচাই বাচাই করে ক্ষতিপূরণের মূল্য নির্ধারণ করা হয়। সকল প্রক্রিয়া শেষ হওয়ার পর ২০২৩ সালে জেলা প্রশাসককে জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের প্রায় ৯৬ কোটি টাকা দিয়ে দেয় প্রকল্প কর্তৃপক্ষ। টাকা দেয়ার ২ বছর কেঁটে গেলেও এখন পর্যন্ত অধিগ্রহণের জমি প্রকল্প পরিচালককে বুঝিয়ে দিতে পারেনি জেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা জমি মালিকদের দেয়া বন্ধ রেখেছে জেলা প্রশাসন। তাই জমির মালিকরা জমি ছাড়ছেনা। জেলা প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাতে ক্ষতিপূরণের টাকা দেয়া বন্ধ রেখেছে। এজন্য শুধু ডাল গবেষণা কেন্দ্র না, টাকা না দেয়ায় শিবচরের মেগা প্রকল্প হাইটেক পার্কেরও কাজ বন্ধ করে দেয় জমির মালিকরা। এতকিছুর পরও নির্বিকার জেলা প্রশাসন। প্রকল্পের কাজ হোক বা না হোক তাতে যেন তাদের কিছু আসে যায় না। সঠিক সময় ডাল গবেষণার অধিগ্রহণকৃত জমি জেলা প্রশাসন বুঝিয়ে দিলে এতদিন প্রকল্পের কাজ শেষ হয়ে যেতো। অন্য দিকে এই প্রকল্প দেরি হওয়ার এরই মধ্যে বাজেট কমানোর চিন্তা করছে সরকার। বাজেট কামানোর প্রক্রিয়া এরই মধ্যে শুরু করেছে বলে নিশ্চিত করছে একটি সূত্র। এখনও যদি জমি বুঝিয়ে দেয়া হয় তাহলে মেয়াদের মধ্যে অনেকখানি এগিয়ে নেয়া যাবে প্রকল্পের কাজ। তবে এই জমি বুঝিয়ে দিতে আরও দেরি করলে অনিশ্চিত হয়ে পরবে এই প্রকল্পের কাজ।
এ বিষয়ে প্রকল্প পরিচালক ও মাদারীপুর ডাল গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক ড. সেলিম আহম্মেদ বলেন, মাদারীপুর ডাল উৎপাদন বৃদ্ধি প্রকল্পটির মেয়াদ আগামী বছর শেষ হয়ে যাবে। অথচ এখন পর্যন্ত আমরা জমিই বুঝে পাইনি। আমরা জমির নির্ধারিত মূল্য জেলা প্রশাসক বরাবর দিয়ে দিয়েছি। আমি একাধিকবার চিঠি দিয়ে জমি বুঝিয়ে দেয়ার অনুরোধ করেছি। এছাড়া ব্যক্তিগতভাবেও অনেকবার জেলা প্রশাসকের কাছে গিয়ে অনুরোধ করেছি। কিন্তু এখন পর্যন্ত কোন সমাধান পাই নি।
জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার বলেন, ডাল গবেষণার যে জমি অধিগ্রহণ করা হয়েছে তা নিয়ে একটু জটিলতা দেখা দিয়েছে। ২০২৫ সাথে জমির কিছু মূল মালিক জমির মূল্য কম নির্ধারণ করা হয়েছে মর্মে আবেদন করেছে। আমরা সে আবেদন মন্ত্রণালয় পাঠিয়েছি। মন্ত্রণালয় থেকে কোন নির্দেশনা আসেনি। আমি নিজেও মন্ত্রণালয় যোগাযোগ করেছি। প্রকল্পের মেয়াদ শেষ পর্যায় তাও তাদের জানানো হয়েছে। মন্ত্রণালয় থেকে নির্দেশনা আসলে সেভাবে আমরা পরবর্তী পদক্ষেপ নেব।