বাদশা আলম শেরপুর (বগুড়া) প্রতিনিধি।।বগুড়ার শেরপুর পৌর এলাকায় ফুটপাত ও সরকারি জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পৌরসভা কর্তৃপক্ষ। শনিবার দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে এই অভিযান। এতে প্রায় ১০টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযানটি পরিচালনা করেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী ফয়জুল ইসলাম।
সরেজমিনে দেখা গেছে, শহরের ধুনট মোড় থেকে করতোয়া নদীর সেতু পর্যন্ত সড়কের দুই পাশেই ফুটপাত দখল করে গড়ে উঠেছে বিভিন্ন অস্থায়ী স্থাপনা। এসব দখলের কারণে পথচারীরা চলাচলে সমস্যার মুখে পড়েন এবং দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে যায়।
এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী ফয়জুল ইসলাম বলেন, “পৌরসভার জায়গা দখলমুক্ত করতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। পর্যায়ক্রমে সব অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে।