এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি ॥ দিনাজপুরের বিরল ইউনিয়ন পরিষদের ২০২৫-২৬ অর্থ বছরের জন্য উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার ৫নং বিরল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্যানেল চেয়ারম্যান ফারুক হোসেনের সম্মতিক্রমে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোস্তফা জামান ২০২৫-২৬ অর্থ বছরের জন্য ৩ কোটি ২৩ লাখ ৩০ হাজার ৪৮০ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন।
এসময় প্যানেল চেয়ারম্যান ফারুক হোসেন ২০২৫-২৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণায় আয়ের উৎসগুলো জনসম্মুখে উপস্থাপন করে বলেন, বিরল ইউনিয়নকে ডিজিটাল ইউনিয়ন গঠনের জন্য ইতিমধ্যে বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়ন হলে দ্রুতই বিরল ইউনিয়ন ডিজিটাল ইউনিয়নে রূপান্তরিত হবে।
উন্মুক্ত বাজেট ঘোষণায় হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর তরিকুল ইসলাম তপু, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা জেড.আই জহির, বিভিন্ন ওয়ার্ডের সদস্য/সদস্যাগণ’সহ ইউনিয়নের বিভিন্ন স্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।