ঢাকাMonday , 26 May 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জমি ক্রয় করে প্রতারণার শিকার স্বপন মন্ডল, সংবাদ সম্মেলন করে চাইলেন সুষ্ঠ বিচার

Mahamudul Hasan Babu
May 26, 2025 3:06 pm
Link Copied!

জাহিদ হাসান, মাদারীপুর প্রতিনিধি:মাদারীপুরের কালকিনিতে অর্থ আত্মসাৎ ও প্রতারনার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভুগী স্বপন মন্ডল (৪৬)। সোমবার (২৬ জুন) দুপুরে সাংবাদিক সংগঠন ‘সাংবাদিক কল্যান সমিতির’ অফিসে প্রতারক তাপস মন্ডল(৩৬) সুমন মন্ডল(৩০) অমিত মন্ডলসহ(২৮) যারা এ প্রতারণার সাথে জড়িত তাদের বিচারের দাবিতে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী স্বপন মন্ডল বলেন, আমি গত ১১ ফেব্রুয়ারি ২০২৪ সালে মাারীপুরের কালকিনি উপজেলার ৩ নং ওয়ার্ডের ঝুরগা এলাকার তাপস মন্ডল, সুমন মন্ডল ও অমিত মন্ডলদের কাছ থেকে ২০ লক্ষ টাকার বিনিময়ে নয় শতাংশ জমি ক্রয় করি। এবং তারা আমাকে দলিল ছাড়া সেই জমি বুঝিয়ে দেয় সেখানে আমি চারটি বসতঘর করে বসবাস করতেছি এমন সময় স্বপন মন্ডল আমার ক্রয়কৃত সম্পত্তি আমাকে দলিল না বুঝিয়ে দিয়ে অন্যত্র বিক্রি করে আমার সাথে সে প্রতারণা করেছে। এখন আমি তার কাছে জমি বুজিয়ে দেওয়ার কথা বলতে গেলে তারা এখন আমাকে বলে তোর কাছে আমরা কোন জমি বিক্রি করিনি। আমার কাছ থেকে জমি বিক্রির কথা বলে যে টাকা নেওয়া হয়েছে আমার সে ঘটনার সাক্ষী রয়েছে। তাদের এ প্রতারণার ব্যপারটা যখন সামনে আসে আমি তখন ন্যায় বিচারের স্বার্থে মাদারীপুর বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছি যার মধ্যে অন্য দুই আসামির নাম হলো কালাচান মন্ডল ও পলাশ মন্ডল। আমি আশা করি সঠিক বিচার আমি পাবো। আপনারা সাংবাদিক ভাইয়েরা এই প্রতারকদের মুখোশ উম্মোচন করেন। আমাদের মত নিরীহ মানুষদের বিভিন্নভাবে তারা হয়রানি করে। টাকা দিয়ে জমি কিনে এখন আমি হয়রানির শিকার হচ্ছি যার কারণে আপনাদের মাধ্যমে সরকার ও প্রশাসনের কাছে সঠিক বিচার দাবি করছি।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অমৃত হাওলার, প্রবিন ভক্ত, বিশ্বনাথ মাঝি, পুনিল বিশ্বাস, এসহাক হাওলাদার প্রমুখ।