এম, এ কুদ্দুস বিরল (দিনাজপুর) প্রতিনিধি।।দিনাজপুরের বিরলে প্রতিপক্ষের হামলায় একনারীসহ দুই জন গুরুতর আহত হয়েছে। আহতা দু’জনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ঘটনায় থানায় লিখিত এজাহার দায়ের হয়েছে।
উপজেলার রাণীপুকুর ইউনিয়নের পশ্চিম কাজীপাড়া গ্রামের মোঃ আব্দুল লতিফ এর ছেলে মোঃ সমির উদ্দীন (২৮) থানায় দায়েরকৃত এজাহারে জানান, একই গ্রামের মোঃ সিরাজুল ইসলাম এর ছেলে মোঃ রফিকুল ইসলাম (৪২), মোঃ রবিউল ইসলাম (৩০), মৃত মফিজ উদ্দীন এর ছেলে মোঃ সিরাজুল ইসলাম (৬০), মৃত সায়েদ আলী এর ছেলে মোঃ রেজাউল ইসলাম (৩৮), মোঃ ছলেমান (ছলুয়া) এর ছেলে মোঃ ফরিদুল ইসলাম (২৮) ও তেঘরা সাতভায়াপাড়া গ্রামের মোঃ ইয়াকুব আলী এর ছেলে মোঃ মামুন (৪০)সহ আরো ৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি জমি জমাসহ বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে আমার ও আমার শ^শুড় মোঃ আজাহার আলীর সাথে কারনে ও অকারনে দীর্ঘদিন যাবৎ ঝগড়া বিবাদ সৃষ্টি করে আসতেছে। এমনিভাবে চলাকালিন জমি জমা ও পূর্ব শত্রুতার জের ধরে আমাকে সহ আমার শ^শুড় বাড়ীর লোকজনকে মারপিট করার জন্য সুযোগ খুঁজতে থাকে। তফশীল বর্নিত সম্পত্তি আমার শ^শুড় মোঃ আজাহার আলী সিরাজুল এর নিকট ক্রয় সূত্রে প্রাপ্ত হয়ে উক্ত সম্পত্তিতে বসত বাড়ী নির্মান করে ও বসত বাড়ীর পাশে ফাঁকা জায়গা রেখে দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে আসতেছে। আমার শ^শুড় তার বাড়ীর পাশে ফাঁকা জায়গায় গত এক সপ্তাহ পূর্বে ইউক্যালিপটাস চারা গাছ রোপন করে। এমতাবস্থায় উপরোক্ত ফরিদুল ও মামুন এর কু-পরামর্শে রফিকুল, রবিউল, সিরাজুল ও রেজাউল আমার শ^শুড়ের বাড়ীর পাশে তার ফাঁকা জায়গা তাদের বলে দাবি করে এবং জোরপূর্বক জোবর দখল করার জন্য পায়তারা করে আসছে। গত ০৩/১০/২০২৪ তারিখ সকাল অনুমান ১০ টায় প্রতিপক্ষ সকলে বেআইনি জনতায় দলবদ্ধ হয়ে হাতে লাঠি সোঠা, লোহার রড, ধারালো হাসুয়া, কোদাল সহ ইত্যাদি দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে আমার শ^শুর বাড়ীর পাশে^ ফাঁকা জায়গায় অনধিকার প্রবেশ করে জোরপূর্বক জোর দখল করার জন্য উক্ত জমিতে গত এক সপ্তাহে রোপনকৃত ইউক্যালিপটাস চারা গাছসহ গাছের সাথে থাকা বাঁশের বাতা ভেঙ্গে ও উঠিয়ে ফেলে অনুমান দুই হাজার পাঁচশত টাকার ক্ষতি সাধন করে। সেই সময় আমার চাচা শ^শুড় মোঃ আব্দুস সালাম তাদেরকে আমার শ^শুড়ের জমিতে থাকা গাছ ভেঙ্গে নষ্ট করার বাঁধা নিষেধ করিলে মামুন হুকুম দিয়ে বলে বেটা শালাকে মেরে লাশ বানিয়ে দাও। উক্ত হুকুম পাওয়া মাত্রই রফিকুল, রবিউল, সিরাজুল ও রেজাউল আমার চাচা শ^শুড়কে এলোপাথারিভাবে কিল ঘুষি মারপিট করে বুকে, পিঠে, হাত, পা, মাথা, মুখ ও শরীরের বিভিন্ন স্থানে ফুলা ও কালোশিরা জখম করে। আমার চাচা শ^শুড় ডাকচিৎকার করলে তার ডাকচিৎকারে আমার শ^শুড় মোঃ আজাহার আলী আমার চাচা শ^শুড়কে তাদের হাতে থেকে রক্ষা করার চেষ্টা করলে রবিউল ও সিরাজুল আমার শ^শুড়কেও এলোপাথারিভাবে কিল ঘুষি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে ফুলা ও কালোশিরা জখম করে। তখন আমার চাচা শ^শুড় আমার শ^শুড়কে রক্ষা করার চেষ্টা করিলে রেজাউল আমার শ^শুড়কে হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরে শ^াসরোধ করার চেষ্টা করলে আমার চাচা শ^শুড় তাকে কৌশলে ধাক্কা দিয়ে শরিয়ে দিলে সেই সময় রবিউল হাতে থাকা ধারালো হাসুয়া দ্বারা আমার চাচা শ^শুড়কে হত্যার উদ্দেশ্যে মাথায় ডান পাশে কানের উপরি অংশে আঘাত করে কাটা ও গুরুতর রক্ত জখম করে। সেই সময় আমার স্ত্রী আমার চাচা শ^শুড়কে রক্ষা করার জন্য এগিয়ে আসলে সিরাজুল আমার স্ত্রীর শরীরের বিভিন্ন স্থানে কিল ঘুষি মারপিট করে এবং রেজাউল আমার স্ত্রীর পড়নের কাপড় চোপড় ছিড়ে বিবস্ত্র করে শ্লীলতাহানী করে। আমার স্ত্রী ডাকচিৎকার করিলে রবিউল হাতে থাকা হাসুয়া দ্বারা আমার স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে মাথার মাঝ বরাবরে আঘাত করে কাটা ও গুরুতর রক্ত জখম করলে আমার স্ত্রী মাটিতে পড়ে যায়। সেই সময় মামুন আমার স্ত্রীর কানে পরিহিত ৬ আনা ওজনের স্বর্নের দুল ও একটি গলায় পরিহিত ৮ আনা ওজনের স্বর্নের চেন যাহার অনুমান মূল্য ৮৫,০০০/- পঁচাশি হাজার টাকা সমপরিমান স্বর্ন অলংকার অসৎ উদ্দেশ্যে ছিনিয়ে নেয়। সেই সময় চাচা শ^শুড়, আমার শ^শুড় ও আমার স্ত্রীর চিৎকার চেচামেচিতে আশে পাশের লোকজন এগিয়ে আসলে লোকজনের উপস্থিতি টের পেয়ে আমার স্ত্রীকে আমার শ^শুড়কে ও চাচা শ^শুড়কে বিভিন্ন প্রকার ভয় ভীতি ও প্রাননাশের হুমকি প্রদান করে সকলে চলে যায়। ঘটনা ঘটনার পরে আমার স্ত্রী ও আমার চাচা শ^শুড়কে আহত অবস্থায় অটোযোগে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। বর্তমানে আমার স্ত্রী ও চাচা শ^শুড় উক্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। উক্ত ঘটনায় থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে এবং সংশ্লিস্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়েছে।