একেএম বজলুর রহমান, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় খাবারের সন্ধানে লোকালয়ে দেখা মিলছে এক মুখপোড়া হনুমানের।
৪ অক্টোবর শুক্রবার বিকেলে তেতুঁলিয়া উপজেলার শালবাহান বাজারে এক বাড়ির ছাদে খাবারের সন্ধ্যানে বসে থাকতে দেখা যায়।
স্থানীয় লোকজন হনুমানটি দেখতে বাজারের ওই বাড়ির পাশে ভীড় জমায় ।স্থানীয় লোকজন কেউ আপেল, কলা, পাউরুটি, সিঙ্গারাসহ বিভিন্ন রকমের খাবার তার দিকে ছুড়ে দিলে সেগুলো খেতে দেখা যায় হনুমানকে। এভাবেই বাজারের বিভিন্ন স্পটে ঘুরে বেড়াতে দেখা যায় হনুমানটিকে।
স্থানীয়রা জানান, খাবারের খোঁজে লোকালয়ে এসেছে এ হনুমান। কয়েকদিন ধরে এখানকার হাটবাজার, স্কুল ঘরের ছাদসহ বাসা বাড়ির টিনের চালে হনুমানটি ঘোরাফেরা করছে। খাবারের জন্য বসে থাকে। কেউ দিচ্ছে, কেউ তাড়িয়ে দিতে গেলে হনুমানটি আক্রমণ করতে তেড়ে আসতে চেষ্টা করে। ধারণা করা হচ্ছে, হনুমানটি প্রতিবেশি দেশ ভারত থেকে এসেছে।
স্থানীয় স্কুলের শিক্ষক আবু বক্কর সিদ্দিক ও জাবেদুর রহমান ও ফজলুল জানান, গত তিনদিন ধরে আমাদের স্কুলের আশেপাশে দেখছি। ধারণা করা হচ্ছে খাবারের সন্ধানে হনুমানটি লোকালয়ে প্রবেশ করেছে। এর আগেও একই রকম হনুমান দেখা গিয়েছিল।