Sat. Nov 23rd, 2024

ঝিকরগাছায় আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছায় আসন্ন শারদীয় দূর্গাপূজা নির্বিঘ্ন ও নিরাপত্তার মধ্য দিয়ে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক ভুপালি সরকার। এসময় তিনি সবার উদ্দেশ্য করে বলেন, সনাতন ধর্ম অবলম্বীরা আসন্ন দুর্গাপূজা যাতে নির্বিঘ্নে উদযাপন করতে পারে সেজন্য দলমত, জাতি, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে.এম মামুনুর রশিদ, থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) ও তদন্ত পরিদর্শক ইব্রাহিম আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রশিদুল আলম, উপজেলা সমাজসেবা অফিসার মেসবাহ উদ্দিন, সেনা প্রতিনিধি ওয়ারেন্ট অফিসার সাজিদ, পল্লী বিদ্যুৎ সমিতির-১ এর ঝিকরগাছা জোনাল অফিসের ডিজিএম মেজবাহ উদ্দিন, ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার নয়ন বাবু চৌধুরী, বিজিবি প্রতিনিধি, বিএনপি কেন্দ্র কমিটির সদস্য সাবিরা নাজমুল, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোর্তজা এলাহি টিপু, যুগ্ম আহবায়ক ইমরান সামাদ নিপুন, বিএনপি উপজেলা শাখার সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক খোরশেদ আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমির সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, পৌর আমির সহকারী অধ্যাপক মশিউর রহমান, ইমাম পরিষদের সেক্রেটারি মুফতি মাওলানা আকবর হোসাইন, পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল অধিকারী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের উপজেলা সেক্রেটারি আব্দুর রশিদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা প্রতিনিধি মোহাম্মদ মাহমুদ হাসান, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক তরিকুল ইসলাম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পূজা উদযাপন কমিটির সভাপতি-সেক্রেটারি বৃন্দ সহ উপজেলা সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, সাংবাদিক ও সুধি বৃন্দ। উল্লেখ্য ঝিকরগাছা পৌরসভায় ৭ টি পূজা মন্দির ও ১১ টি ইউনিয়নে ৪১টি পূজা মন্দিরের আর্থিক সহায়তা হিসাবে মন্দির প্রতি ৫০০ কেজি চাউল বরাদ্দ দেওয়া হয়েছে।

Related Post

Leave a Reply