Sat. Nov 23rd, 2024

দিনাজপুরে নাগরিক প্লাটফর্ম এর মতবিনিময় সভা

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে শান্তি, সম্প্রীতি ও সহনশীলতা বজায় রাখার লক্ষ্যে সরকারি, বেসরকারি কর্মকর্তা, ধর্মীয় নেতাসহ বিভিন্ন পেশার নাগরিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

দিনাজপুর জেলা নাগরিক প্লাটফর্ম, আস্থা প্রকল্প-এর আয়োজনে শনিবার সকালে দিনাজপুর শহরের বালুবাড়িস্থ পল্লীশ্রী’র ট্রেনিং সেন্টারে ডেমক্রেসিওয়াচ’র আস্থা প্রকল্পের বাস্তবায়নে জেলা নাগরিক প্ল্যাটফর্মের মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা নাগরিক প্লাটফর্ম আস্থা প্রকল্পের সভাপতি ও দৈনিক উত্তরবাংলার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিউর রহমান।

বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিউর রহমান হিন্দু সম্প্রদায়ের আসন্ন মহোৎসব দুর্গা পুজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহবান জানিয়ে বলেন, আমরা বাংলাদেশী। এ দেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টানসহ সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। প্রত্যেক ধর্মের মানুষের ধর্মীয় উৎসব একত্রিত ভাবে পালন করতে হবে। প্রত্যেক নাগরিককে সম্প্রীতি ও সহনশীলতা বজায় রেখে নিজ নিজ উৎসব পালন করতে হবে। সতর্ক থাকতে হবে কোন অপশক্তি যেন শান্তি, সম্প্রীতি ও সহনশীলতার প্রতি আঘাত হানতে না পারে। ধর্ম যার যার, দেশ সবার উক্তিকে মনে প্রাণে ধারন করেই আসন্ন দুর্গাপুজা উৎসবকে উৎসবমুখর করে তুলতে সকল ধর্মের মানুষকে সহযোগিতা করার আহবান জানায়। সম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জল দৃষ্টান্ত বাংলাদেশ। প্রতিটি ধর্মের মানুষের মধ্যে ভালবাসা ও গভীর সম্পর্ক গড়ে তুলতে হবে। এই ঐতিহ্যকে কোন ভাবেই ভলণ্ঠিত করা যাবে না। ঐহিত্যকে ধরে রাখতে হলে সনাতন ধর্মালম্বীদের সর্বজনীন দুর্গা পুজাকে সুন্দর ও সুষ্ঠভাবে অনুষ্ঠানের জন্য সকলকে সচেষ্ঠ থাকতে হবে।

মতবিনিময় সভায় ডেমক্রেসিওয়াচ আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী কামরুজ্জামান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন দিনাজপুর কোতয়ালী থানার পুলিশ কর্মকর্তা আব্দুল হাই, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি ও জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রনজিৎ সিং, জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি সুনীল চক্রবর্তী, সাধারন সম্পাদক রতন সিং, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক উত্তম কুমার রায়, সাংবাদিক আজহারুল আজাদ জুয়েল, উত্তরবাংলার নির্বাহী সম্পাদক ও আস্থা প্রকল্পের সদস্য জিনাত রহমান প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পুজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক রঞ্জন সরকার, আস্থা প্রকল্পের যুগ্ম আহবায়ক আফসানা ইমু, লেখক ও সমাজকর্মী লায়লা চৌধুরী, জেলা নাগরিক প্লাটফর্মের সদস্য শুক্লা কুন্ডু, মকিদ হায়দার শিপন, রুবিনা, হাসিবুর রহমান হিমেল, ফজলুল হক (শিক্ষক), বীরগঞ্জ উপজেলা আস্থা প্রকল্পের সদস্য উত্তম চন্দ্র শর্মা প্রমুখ। উক্ত মতবিনিময় সভায় শারদীয় দুর্গোৎসব শান্তিপুর্ণভাবে পালন ও ভবিষ্যৎ বিভিন্ন কার্যক্রম নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।

Related Post

Leave a Reply