Sat. Nov 23rd, 2024

আটোয়ারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 37;

আটোয়ারী (পঞ্চগড়) সংবাদদাতা
‘শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) সকালে উপজেলা পর্যায়ে শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবীর মোঃ কামরুল হাসান এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তোড়িয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তরিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ হুমায়ুন কবীর। এছাড়াও দিবসটির উপর গুরুত্বারোপ করে অন্যান্যের মধ্যে আলোয়াখোয়া তফশিলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম, সাতখামার ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম, রাধানগর হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন, আটোয়ারী উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান জিল্লুর হোসেন সরকার, সাতখামার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আহসান হাবীব, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক জরিফ হোসেন চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। সভায় সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জাহেদুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

Related Post

Leave a Reply