ঢাকাThursday , 26 June 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগঞ্জে মাত্র ৮’শ মিটার রাস্তায় হাজারো মানুষের দুর্ভোগ!

Mahamudul Hasan Babu
June 26, 2025 11:40 am
Link Copied!

মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জ উপজেলর চৈত্রকোল ইউনিয়নের হাজিপুর গ্রামে মাত্র ৮’শ মিটার রাস্তা পাকা না হওয়ায় শত শত মানুষকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। ওই এলাকার লোকজন সামান্য বৃষ্টিতে রাস্তাটি চলাচলের অযোগ্য হওয়ায় জন মানুষের চলাচলে মারাত্নক বিঘ্ন ঘটছে। জরুরী ভিত্তিতে রাস্তাটি পাকা করনের জন্য এলাকার লোকজন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেছেন । আবেদনে উল্লেখ করা হয়,চৈত্রকোল ইউনিয়নের হাজীপুর গ্রামের জাহাঙ্গীর আলমের দোকান থেকে ঈদগাহ্ মাঠ পর্যন্ত এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। এই রাস্তাটির পাশে উত্তরপাড়া জামে মসজিদ,সরকারী কমিউনিটি ক্লিনিক ও হাজীপুর ঈদগাহ্ মাঠ অবস্থিত। কয়েক বছর ধরে বৃষ্টির পানিতে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে উঠে বর্তমানে এমন এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে, সাধারন মানুষ পায়ে হেটেও চলাচল করতে পারছে না। বিশেষ করে এলাকার কৃষকরা তাদের জমিতে উৎপাদিত ফসল আনা নেয়া কাজেও প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন। অবশ্য রাস্তাটি এলজিইডি’র আইডিভুক্ত। যার নং- ১৮৫৭৬৫৪২৭। বিষয়টিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার আশু হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।