এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি ॥দিনাজপুরের বিরলে আগুনে ১টি মধ্যবিত্ত পরিবারের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে ।
জানা গেছে, বুধবার সকাল সাড়ে ১০ টাযর দিকে উপজেলার ১নং আজিমপুর ইউপির সিঙ্গুল নলপুকুর গ্রামের মন্তাজ আলীর ছেলে আমিনুল ইসলাম (৪০) এর বসতবাড়িতে আগুন লেগে মুহূর্তে বাড়ির ভিতরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায় ।
ক্ষতিগ্রস্ত গৃহকর্তা আমিনুল ইসলাম জানান, আগুনের লেলিহান শিখায় বাড়ির ভিতরে থাকা ফ্রিজ, ম্যাজিক চুলা, ১৫ টি হাঁস, সেলাই মেশিন, আসবাবপত্র, কাপড় চোপড়, নগদ অর্ধলক্ষাধিক টাকা, ইলেক্ট্রনিক্স যন্ত্রপাতি ও খাবার চালসহ সবকিছু পুড়ে গেছে ।
স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভাতে সক্ষম হলেও বাঁচাতে পারেনি কিছুই।
সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজীত সাহা সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করে শুকনা খাবার প্রদান করে পরিবারটিকে উপজেলা প্রশাসনের পক্ষ হতে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন আলী ও ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দীর্ঘ প্রায় ২০ ঘন্টা পর হঠাৎ বিদ্যুৎ আসায় বৈদ্যুতিক ভোল্টেজ কমবেশি হওয়ার কারণে বিদ্যুতের সংযোগ হতে এই আগুনের সূত্রপাত হতে পারে।