বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : বোদায় বেংহারী বনগ্রাম ইউনিয়নে তাসেরপাড়া-গড়েরডাঙ্গা কাচা রাস্তায় ৪০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ নুরুন্নবী ওরফে টুটুল (৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বোদা থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বোদা থানার এসআই বাপী কুমার, খুরশীদ আলম, সালাউদ্দীন সহ পুলিশের একটি দল অটো চার্জার ভ্যানে করে অবৈধ মাদকদব্য বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় গতকাল দুপুরে তাকে হাতেনাতে আটক করে।
আটককৃত নুরুন্নবী ওরফে টুটুল বেংহারী বনগ্রাম ইউনিয়নের ঝলঝলি শিয়ালপাড়া গ্রামের মৃত তৈয়বুর রহমানের ছেলে।
বোদা থানার ওসি আজিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহনের সময় তাকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ২৯(ক)/৪১ ধারায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। বোদা থানা পুলিশ মাদক ও চোরাকারবারী রোধে সোচ্ছার রয়েছে এবং বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।