এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বিরলে মাদক সেবনের অপরাধে ২ যুবককে অর্থ জরিমানাসহ কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত’রা হলেন, বিরল পৌর-শহরের হঠাৎপাড়া গ্রামের মোঃ আয়নাল হোসেন এর ছেলে মোঃ জনি (২১) ও উপজেলার ০৫নং বিরল ইউনিয়নের পূর্ব মহেশপুর গ্রামের মোঃ বাবু এর ছেলে মোঃ শিবলু (২১)।
বুধবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ সালের ৩৬(৫) ধারায় আসামী জনি কে ১০০ টাকা জরিমানা এবং ০৪ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং শিবলু কে ১০০ টাকা জরিমানা ও ০৫ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।