এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে ৯৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বোর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি।
মঙ্গলবার দিবাগত রাতের ভোর ৪ টার সময় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনস্থ উপজেলার ৮নং ধর্মপুর ইউপি’র ধর্মজান বিওপি’র বিজিবি’র একটি টহল দল মালিকবিহীন অবস্থায় এই ৯৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে।
বিজিবি জানায়, ধর্মজান বিজিবি-এর একটি টহল দল চোরাচালান বিরোধী টহল দেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার নং-৩১৯/৮ এস এর ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হলদিবাড়ী নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ৯৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয়েছে।