ঢাকাWednesday , 2 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

 মেহেরপুরের পোড়াপাড়া-জুগিন্দা সড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে  ডাকাতি

Mahamudul Hasan Babu
July 2, 2025 2:56 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার পোড়াপাড়া-জুগিন্দা সড়কে ব্যবসায়ীদের গতিরােধ করে ও হামলা চালিয়ে ডাকাতি করা হয়েছে।

এ সময় দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় ডাকাতরা ।
মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান,জুগিন্দা ও আজান এলাকার বেশ কয়েকজন ব্যবসায়ী তাদের ব্যবসা শেষে পােড়াপাড়া-জুগিন্দা সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। ওই সড়কের পাশে ওৎ পেতে থাকা ডাকাত দল তাদের গতিরোধ করে। এক পর্যায়ে ব্যবসায়ীদের মারধর করে ও টাকা কেড়ে নেই। এ সময় তারা আতঙ্ক সৃষ্টির লক্ষ্যের দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এবং তাদের কাছ থেকে মোবাইলফােনগুলো ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
পরে খবর পেয়ে রাতেই গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান,দোষীদের সনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।