ঢাকাThursday , 3 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে ঘরের ভেতরেই অনলাইন জুয়ার কারবার  সেনা অভিযানে আটক হোতা

Mahamudul Hasan Babu
July 3, 2025 2:07 pm
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে একটি বাড়িতে অভিযান চালিয়ে আবু সাত্তার (২৫) নামে এক তরুণকে অনলাইন জুয়ার সাথে জড়িত থাকার অভিযোগে আটক করেছে সেনাবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ২ টায় পর্যন্ত জেলা শহরের রওশনাবাগ এলাকায় সেনাবাহিনী অভিযান পরিচালনা করে।  এসময় তার বাড়িতে অনলাইন জুয়ায় ব্যবহৃত ১৪ টি মোবাইল ১ টি ল্যাপটপ জব্দ করা হয়। তার বিভিন্ন আইডিতে ১২ লাখ টাকা খুঁজে পায় সেনাবাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের আরডিসি মিজানুর রহমান।
আবু সাত্তার পঞ্চগড় সদর উপজেলার শিংরোড ভুজারিপাড়া এলাকার আশরাফ আলীর ছেলে।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, তিনি স্ত্রী সন্তান ও শ্যালক নিয়ে জেলা শহরের রওশনাবাগ এলাকার একটি ফ্ল্যাট বাড়িতে ভাড়ায় থাকতেন। খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতো না সাত্তারের পরিবারের কেউ। গত পাঁচ বছর ধরে এই অনলাইন জুয়ার সাথে জড়িত বলে জানায় তারা। এমনকি প্রতি মাসে আয় হতো ১ লাখ টাকা।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের আরডিসি মিজানুর রহমান বলেন, প্রকাশ্য জুয়া আইন ১৯৭৪ এর চার ধারায় আবু সাত্তার নামে এই ব্যক্তিকে বিনা শ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর মেহেদী পিয়াস জয় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি জেলা শহরের রওশনাবাগ এলাকায় একটি বাড়িতে অনলাইন জুয়ার আসর বসে। আমরা অভিযান চালিয়ে একজনকে হাতেনাতে আটক করেছি। পরে ভ্রাম্যমান আদালতে তার সাজা হয়েছে।