ঢাকাSunday , 6 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগঞ্জে সোহেল রানা হত্যা খুনি মনিরুলের ফাঁসির দাবিতে মানববন্ধন!

Mahamudul Hasan Babu
July 6, 2025 12:52 pm
Link Copied!

মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ পীরগঞ্জে সোহেল রানা (২৫) হত্যা মামলার প্রধান আসামী মনিরুলের ফাঁসির দাবিতে দু’শতাধিক নারী-পুরুষ মানববন্ধন করেছে। গতকাল রোববার দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বক্তব্য রাখেন।
উপজেলার মদনখালী ইউনিয়নের বড়ফলিয়া গ্রামের শহিদুল ইসলামের সাথে একই গ্রামের মনিরুল ইসলামের ৩০ শতক জমি নিয়ে বিরোধ চলছে। গত ৩০ জুন শহিদুল তার ছেলে সোহেল রানাকে নিয়ে তাদের জমিতে কলা কাটতে গেলে মনিরুল গং হামলা করে। এ সময় সোহেল রানাকে প্রতিপক্ষের মনিরুল ইসলাম সহ অন্যান্যরা বেধড়ক পেটায়। পরে আহত সোহেল রানাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ৩ জুন বিকেলে তিনি মারা যান। সোহেলা রানা ৫ মাস আগে বিয়ে করেন। ওই ঘটনায় পুলিশ প্রধান আসামী মনিরুল ইসলামকে গ্রেফতার করেন।
গতকাল রোববার বড় ফলিয়া গ্রামবাসীর ব্যানারে দু’শতাধিক নারী-পুরুষ পীরগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। এ সময় নিহত সোহেল রানার বাবা-মা এবং স্ত্রী (নববধূ) কান্নায় উপস্থিত জনতা আপ্লূত হয়ে পড়েন। মানববন্ধনে বক্তব্য রাখেন, রংপুর- (৬) আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা নুরুল আমীন, পীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি সাইফুল আজাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান, বিএনপি নেতা শাহজাহান আলী, ব্যবসায়ী রাসেল মিয়া, নিহত সোহেল রানার বাবা শহিদুল ইসলাম, মা মরিয়ম বেগম, নববধূ জান্নাতুল ফেরদৌস, মদনখালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আবুল কাশেম ও সাজু মিয়া সহ আরও অনেকে।

বক্তাগণ বলেন, শুধু মামলার প্রধান আসামী মনিরুল কে গ্রেফতার করা হয়েছে। আমরা তার ফাঁসি চাই। সেই সাথে এজাহারনামীয় অন্যান্য আসামিদের গ্রেফতারের দাবী জানাচ্ছি।

মামলাটির তদন্ত কর্মকর্তা এসআই কামরুল ইসলাম বলেন, মুল আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামি গ্রেফতারে অভিযান চলছে।