ঢাকাTuesday , 8 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে চাল নিয়ে চালবাজি জরিমানা গুনল তিন প্রতিষ্ঠান

Mahamudul Hasan Babu
July 8, 2025 12:57 pm
Link Copied!

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরে একটি চালের বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পাহাড়তলী বাজারে উক্ত অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার সকাল থেকে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এতে ওজনে কম দেওয়া, নিম্নমানের চাল প্যাকেটজাত ও মূল্য তালিকার অনিয়ম পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে মেসার্স চৌধুরী অ্যান্ড কোং-কে ১ লাখ, মেসার্স হক রাইস এজেন্সিকে ৮ হাজার এবং মেসার্স আদর স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রানা দেবনাথ বলেন, অভিযানে বরাবরের মতো ওজনে কম দেওয়া, নিম্নমানের চাল ভিন্ন নামে বাজারজাত ও মূল্য তালিকা না রাখার বিষয়গুলো দেখা হয়। নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে বলে তিনি জানান।