আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : ৭১ এর রনাঙ্গনের লড়াকু সৈনিক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শামসুল াআলম সোনা মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক কমিটির আহবায়ক মনোনীত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে জেলা প্রশাসকের কার্যালয় জেলার বিশিষ্ট মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে কেন্দ্রীয় কমিটির নির্দেশনামতে জেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আহবায়ক কমিটির আহবায়ক হিসেবে গাংনীর কৃতি সন্তান একাধিকবারের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সোনা সর্ব সম্মতিক্রমে মনোনীত হয়েছেন। জেলা কমিটির আহবায়ক মনোনত হওয়ায় গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ , রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।