ঢাকাThursday , 10 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জুলাই বিপ্ল‌বের শহীদ পরিবার দীর্ঘ ১ বছর পরে পেলো মৃত্যু প্রত্যয়নপত্র!

Mahamudul Hasan Babu
July 10, 2025 2:32 pm
Link Copied!

এম.এ. শাহীন: রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের
বৈষম্যবি‌রোধী ছাত্র আ‌ন্দোল‌নের শহীদ রেদওয়ানরে প‌রিবার মৃত্যুর দীর্ঘ এক বছর পর পেলেন  মৃত‌্যু প্রত্যয়নপত্র।  ২০২৪ সালের ০৪ আগস্ট রাজধানীর উত্তরা থানাধীন এলাকায়   বৈষম্যবি‌রোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে আহত হন রেদওয়ান। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ৬ আগস্ট রাত সাড়ে ৯টায় তার মৃত্যু হয়। প‌রে ০৮ আগস্ট গ্রামের বাড়ি সয়ার ইউনিয়নের বাটুপাড়া কাজীপাড়া গ্রামে এনে গোপালপুর প্রামাণিকপাড়ায় তাকে সমাহিত করা হয়।
শহীদ রেদওয়ানের পিতা সাইদুল ইসলাম ও তার পরিবা‌রের  ‌লোকজন অভিযোগ করে ব‌লেন , মৃত্যুর পরপরই ইউনিয়ন পরিষদে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেলেও চেয়ারম্যান নানা অজুহাতে দীর্ঘ সময় ধরে প্রত্যয়নপত্র প্রদান থেকে বিরত থাকেন। বারবার ধর্ণা দেওয়ার পরও মৃত‌্যু সনদ বা প্রত‌্যয়ন দিতে কাল‌ক্ষেপন কর‌তে থা‌কেন। অবশেষে বিভিন্ন স্বেচ্ছাসেবী ও ছাত্রসংগঠনের চাপে  এক বছরের মাথায় গত ২০২৫ সা‌লের ৯ জুলাই মৃত‌্যু প্রত্যয়নপত্র প্রদান ক‌রেন।
এ বিষয়ে সয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা: আল ইবাদত হোসেন পাইলট বলেন, বিভিন্ন ব্যস্ততা ও বিষয়টি সম্পর্কে খোঁজ নিতে সময় লাগায় প্রত্যয়নপত্র দিতে কিছুটা দেরি হয়েছে। তবে এখন তা প্রদান করা হয়েছে।