ঢাকাThursday , 10 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ বোদা থানা

Mahamudul Hasan Babu
July 10, 2025 3:37 pm
Link Copied!

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ বোদা থানা নির্বাচিত হয়েছেন। বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন  এর নেতৃত্বে জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হয় বোদা থানা।

অবৈধ মাদকদ্রব্য জব্দ, সাজাপ্রাপ্ত ও বিভিন্ন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার ও উপজেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার সুবাদে শ্রেষ্ঠ থানা নির্বাচিত করা হয়েছে বোদা থানাকে।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল পঞ্চগড় জেলা পুলিশের মাসিক অপরাধ ও আইন শৃঙ্খলা পর্যালোচনা সভায় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সির কাছ থেকে শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হওয়ায় ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন সন্মাননা স্মারক গ্রহণ করেন তিনি।

এসময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ, সহকারী পুলিশ সুপার সামুয়েল সাংমা, মেডিকেল অফিসার পুলিশ হাসপাতাল পঞ্চগড় আসাদুজ্জামান আসাদ, আরআই পুলিশ লাইন্স মিজানুর রহমান চৌধুরী সহ পঞ্চগড় জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ ও জেলা পুলিশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বোদা থানার জেলার মধ্যে শ্রেষ্ঠ হওয়ায় বিষয়ে ওসি আজিম উদ্দিন বলেন, আমি সহ আমার সকল পুলিশ কর্মকর্তা ও কর্মচারী নিরলসভাবে করতেছি, আমি মনে করি, আমারা সকলেই সেই কাজের স্বীকৃতিই পেয়েছি। কাজের স্বীকৃতি পাওয়াটা আনন্দের। স্বীকৃতি পেলে কাজের গতি বাড়ে, আনন্দ পাওয়া যায়। পাশাপাশি আমার উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।