ঢাকাFriday , 11 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলের বসতবাড়ি থেকে ৬ ফুট লম্বা পদ্মগোখরা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য   

Mahamudul Hasan Babu
July 11, 2025 12:33 pm
Link Copied!

এস.এম. সাইফুল ইসলাম কবির, সুন্দরবন থেকে ফিরে:দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাত  বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলের বাগেরহাটের শরণখোলায় একটি বসতবাড়ি থেকে ৬ ফিট লম্বা একটি বিষধর পদ্মগোখরা (কিং কোবরা) সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১১ জুলাই) দুপুরে উপজেলার দক্ষিণ তাফালবাড়ি গ্রামের মনিদ্র খলিফার বাড়ির ঘেরার জালে সাপটি আটকে পড়ে। পরে খবর পেয়ে ওয়াইল্ড টিম, ভিটি আরটি এবং বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করেন।

উদ্ধারের পর সাপটি সুন্দরবনের নিরাপদ আবাসস্থলে অবমুক্ত করা হয়।

স্থানীয়রা জানান, এধরনের বিষধর সাপ সাধারণত বনাঞ্চলে দেখা যায়। বসতবাড়িতে এমন সাপ দেখা যাওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সময়মতো উদ্ধার হওয়ায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।

উদ্ধারকারী দলের সদস্যরা জানান, উদ্ধার হওয়া সাপটি ছিল সুস্থ ও সক্রিয় অবস্থায়। মানুষ ও সাপ—উভয়ের নিরাপত্তার কথা মাথায় রেখে সাপটিকে দ্রুত বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।