এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : জুলাই-আগস্ট গণঅভ’্যত্থানে শহীদের স্মারক গ্রন্থ শহীদ পরিবারে উপহার প্রদান উপলক্ষে দিনাজপুরের বিরলে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র মতবিনিময় সভা ও দোআ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরল উপজেলা শাখার আয়োজনে উপজেলার পাকুড়া মোড়ে এ মতবিনিময় সভা ও দোআ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার আমীর অধ্যক্ষ আনিসুর রহমান।
প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার ওলামা বিভাগীয় সেক্রেটারি ও আসন্ন ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যক্ষ এ কে এম আফজালুল আনাম।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬নং ভান্ডারা ইউনিয়ন শাখার আমীর নূও মোহাম্মদেও সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার কর্ম পরিষদ সদস্য মোঃ তৈয়ব আলী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরল উপজেলা শাখার আমীর হাফেজ আব্দুর রশিদ। এছাড়া প্রমুখও বক্তব্য রাখেন।