ঢাকাSaturday , 12 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

 মেহেরপুরের গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে  বালু উত্তােলনকারীকে ৫০ হাজার টাকা জরিমানা

Mahamudul Hasan Babu
July 12, 2025 7:35 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি  : মেহেরপুরের গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে জিয়ারুল ইসলাম নামের এক বালু উত্তােলনকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বালু উত্তােলনকারী জিয়ারুল গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামের হামিদুল ইসলামের ছেলে।

শনিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করা হয়।
আদালত পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাদ্দাম হােসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে,গাংনী উপজেলার চিৎলা-বাঁশবাড়ীয়া মাঠে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন জিয়ারুল ইসলাম। খবর পেয়ে প্রশাসনের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এসময় জিয়ারুল তার অপরাধের কথা স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা মোতাবেক অভিযুক্ত জিয়ারুলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।

সারাদেশ সর্বশেষ