এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে দুই মাদকসেবীকে সাজা দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার বিরল সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে উপজেলার ১০ নং রানীপুকুর ইউপি’র বহবলদিঘী বাজারে ওই এলাকার মিৃত হাফিজউদ্দীন ছেলে মাদকসেবী জিয়াউর রহমাম (৩৬) কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৯(১) (গ) ধারা লংঘনের দায়ে শাস্তি ৩৬(৫) ধারায় ২০০ টাকা অথদর্ন্ড এবং ১ মাসের কারাদন্ড উভয় দন্ডে দন্ডিত করে সাজা প্রদান করেন। একই ভাবে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলার ১২নং রাজারাপুর ইউপি’র ডিসির বাজারে ওই এলাকার উজিরের ছেলে মাদকসেবী মিজানুর (৩৫) কে ২০০ টাকা অর্থ দন্ড এবং ২০ দিনের কারাদন্ড প্রদান করেছেন।