ঢাকাWednesday , 16 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড় জেলা আইনজীবী সমিতিকে ৯-০ গোলে হারিয়েছে জেলা ও দায়রা জজ আদালত দল

Mahamudul Hasan Babu
July 16, 2025 2:27 pm
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলা বিচার বিভাগীয় প্রীতি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। বুধবার বিকেলে জেলা স্টেডিয়ামে পায়রা উড়িয়ে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ ইমদাদুল হক। এসময় জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
এসময় সিনিয়র জেলা ও দায়রা জজ ইমদাদুল হক বলেন, খেলাধুলার মাধ্যমে পেশাগত চাপ কমিয়ে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিই এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য। বিচার বিভাগের প্রতিযোগিতার বাইরে এমন আয়োজন প্রশংসিত হচ্ছে সংশ্লিষ্টদের মধ্যে।
খেলাধুলা যেমন শরীরচর্চার মাধ্যম, তেমনি একে অপরকে জানার এবং সম্পর্ক উন্নয়নেরও একটি বড় সুযোগ এই বার্তাই পৌঁছে দিচ্ছে বিচার বিভাগের এই ব্যতিক্রমধর্মী আয়োজন।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাশ, জেলা আইনজীবী সমিতি আহ্বায়ক মাহাবুবুল হোসেন, পঞ্চগড় জেলা পাবলিক প্রসিকিউটর এ্যাড. আদম সুফি, জিপি এ্যাড. এমএ আব্দুল বারী, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ হিল জামানসহ আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, বিচারকবৃন্দ, আইনজীবী সহকারী এবং বিচার বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ম্যাচে জেলা আইনজীবী সমিতি দলকে ৯-০ গোলে হারিয়েছে জেলা ও দায়রা জজ আদালত দল।
চারটি টিম অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। দলগুলো হলো, জেলা জজ আদালত, পঞ্চগড়, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, পঞ্চগড় জেলা আইনজীবী সমিতি, পঞ্চগড় জেলা আইনজীবী সহকারী সমিতি, পঞ্চগড়।