ঢাকাThursday , 17 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরলে ফ্রি চিকিৎসা এবং ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
July 17, 2025 3:46 pm
Link Copied!

এম,এ কুদ্দুস,  বিরল (দিনাজপুর) প্রতিনিধি ॥ দিনাজপুরের বিরলে সকল বয়সী চোখের সমস্যার রোগীদের জন্য দিনব্যাপি ফ্রি চিকিৎসা এবং ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত উপজেলার ০৭নং বিজোড়া ইউনিয়নের রঘুপুর উচ্চ বিদ্যালয়ের এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের শুভ উদ্বোধন করেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুলতান মাহমুদ।
স্পৃহা ফাউন্ডেশনের আয়োজনে এবং দিনাজপুর ফুলবাড়ী বাসস্ট্যান্ড মোড়ে অবস্থিত গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় চোখে ঝাপসা দেখা, চোখ দিয়ে পড়তে সমস্যা বা কোন কাজ করতে সমস্যায় পড়া প্রায় ৪৯৮ জন (পুরুষ-১৯৩, মহিলা-৩০৫) রোগীকে চক্ষু শিবিরে বিশেষজ্ঞ চিকিৎসকগণ বিনা খরচে চোখের পাওয়ার পরীক্ষা করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এদের মধ্যে ৮৮ জনের ছানি অপারেশন করার জন্য বাছাই করা হয়। তবে যাদের সামান্য সমস্যা তাদেরকে বিনামূল্যে চশমা প্রদান করেন গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল কর্তৃপক্ষ। চক্ষু ক্যাম্পে মেডিকেল অফিসার হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার মো. তানভীর আহাম্মেদ রিফাত। এ সময় রঘুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিন উদ্দীন’সহ অত্র বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত থেকে চক্ষু ক্যাম্প সফল করার জন্য সহযোগিতা করেন।