ঢাকাFriday , 18 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায়  এক পথচারী নিহত

Mahamudul Hasan Babu
July 18, 2025 2:48 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় মুন্টু মিয়া (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। নিহত মন্টু মিয়া গাংনী উপজেলার ওলিনগর গ্রামের কাতল মালিথার ছেলে।

শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে মেহেরপুর–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ওলিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মন্টু মিয়া সড়ক পার হচ্ছিলেন, এমন সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় কয়েকজন জানান, মন্টু মিয়াকে ধাক্কা দেওয়ার পর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশ দিয়ে চলা আরেকটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দ্বিতীয় মোটরসাইকেলের দুই আরোহী সামান্য আহত হয়েছেন।