ঢাকাSunday , 20 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

উত্তমের খুটির জোর কোথায় জাল সনদে চাকুরী কর্তৃপক্ষের অসহায়ত্ব নাকি সহযোগিতা

Mahamudul Hasan Babu
July 20, 2025 5:36 am
Link Copied!

রূপসা প্রতিনিধিঃ আসলে উত্তমের খুটির জোর কোথায়। কলেজ কর্তৃপক্ষকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আজও জাল সনদে বহালতবিয়তে চাকুরী করে চলেছেন। সরকারী রূপসা (বঙ্গবন্ধু) কলেজের সমাজকর্ম বিভাগের প্রভাষক উত্তম বিশ্বাস। তার বিরুদ্ধে  ২০১৩ সাল থেকে জাল সনদে চাকুরী করার অভিযোগ উঠেছে। সূত্র জানায় সরকারি বিধিমালা অনুযায়ী ২০০৫ সালের পর কোন ব্যাক্তি শিক্ষক নিবন্ধন সার্টিফিকেট ছাড়া শিক্ষকতা করতে পারবেনা।অথচ উত্তম কুমার ২০১১ সানের ভুয়া নিবন্ধন সনদ দেখিয়ে রূপসা  সরকারি (বঙ্গবন্ধু) কলেজের সমাজকর্ম বিভাগের প্রভাষক পদে ২৯/০৩/২০১২ সালে যোগদান করেন। জাল সনদের রেজিষ্ট্রেশন নং  – ১০০০০০৪৮১৬,রোল নম্বর – ৪০৯১০৭৮১, সিরিয়াল নম্বর – ১০০০১১৪১৫। কর্তৃপক্ষ কলেজটি সরকারি করণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে  লিখিত আবেদন করলে ২০১৩ সালের ৫ মে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা তদন্তের জন্য একটি টিম কলেজে এসে তদন্ত কালে উত্তম বিশ্বাসের বিরুদ্ধে জাল শিক্ষক নিবন্ধন সনদের প্রমাণ পায়। তদন্তকারী কর্মকর্তা ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকার উপ- পরিচালক এটিএম মইনুল হোসেন, সহকারী পরিচালক মোঃ জসিম উদ্দিন, সহকারী পরিচালক মোঃ আবুল বাশার, সহকারী পরিচালক অদ্বৈত কুমার রায়। তদন্তকারী কর্মকর্তা গন শিক্ষকদের নিকট উত্তমের বিরুদ্ধে জাল সনদে চাকুরী করায় আইনি ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন। পরবর্তীতে উত্তম বিশ্বাস ২০১৫ সালে অন্য একটি নিবন্ধন সনদ জমা দিয়ে বহাল তবিয়তে চাকুরী করে চলেছেন। প্রশ্ন হচ্ছে তদন্তকারী কর্মকর্তা ও কলেজ কর্তৃপক্ষকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আজও জাল সনদে চাকুরী করে চলেছেন। আসলে উত্তমের খুটির জোর কোথায়। পোড়শীর জমির কাগজপত্র জালজালিয়াতি, উপজেলার বিভিন্ন এলাকা থেকে চিহ্নিত সন্ত্রাসী ভাড়া করে ভগীরথের মাছের ঘের দখল। ভয় ভীতি দেখিয়ে অন্যের জমাজমির ফসল কর্তনসহ মানব পাচারের মত ঘৃণ্য অভিযোগ রয়েছে উত্তম বিশ্বাসের বিরুদ্ধে।
সম্প্রতি শম্ভু মল্লিক নামে এক ব্যাক্তির স্ত্রীকে ফুসলিয়ে নিয়ে অজ্ঞাত স্থানে রেখে দিনের পর দিন আটকে রেখে শারীরিক মানসিক ও যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। তাছাড়া সম্ভু মল্লিককে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় ২ লক্ষ নগত টাকা হাতিয়ে নিয়েছে উত্তম বিশ্বাস।  নগত টাকা এবং স্ত্রীকে হারিয়ে মানবেতর জীবন যাপন করছে সম্ভু মল্লিক। ততকালীন সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ সুজিত অধিকারীর কাধে ভরকরে এ সকল অপরাধ হজম করলেও বর্তমানে বিএনপির এক নেতার পিছনে উত্তম বিশ্বাসকে দাড়িয়ে থাকতে দেখা গেছে। অন্য দিকে স্থানীয় ইউপি সদস্য দিবাংশু মালাকার মনি সহ শিয়ালী এলাকার সচেতন মহল প্রভাষক উত্তম বিশ্বাসের বিরুদ্ধে জমিজমার দলিল জালজালিয়াতি, সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয়, শিয়ালী- চাঁদপুর হিন্দু মুসলিম সম্প্রদায়ের মাঝে দাঙ্গার মুল পরিকল্পনাকারি হিসেবে দায়ী করে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় সহ জেলা উপজেলার বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছে।
তাছাড়া শিয়ালী গ্রামের ভগীরত নামে এক ভুক্তভোগী উত্তম বিশ্বাসের বিরুদ্ধে দেশের গুরুত্বপূর্ণ সংশ্লিষ্ট দপ্তরে জাল সনদে চাকুরী ও ভগীরতের জমির দলিল জালজালিয়াতির প্রমাণ সহ অভিযোগ দায়ের করেছিল। কর্তৃপক্ষ অভিযোগ আমলে নিয়ে জাল সনদে চাকুরীর বিষয় পূণরায় তদন্ত শুরু করার কিছুদিনের মধ্যে ভগীরথ রহস্য জনক সড়কদূর্ঘটোনায় মারা যায়। এ ব্যাপারে বঙ্গবন্ধু কলেজের সাবেক অধ্যক্ষ সরদার ফেরদৌস আহম্মেদ ঘটোনার সততা শিকার করে জানান, যে সকল শিক্ষকরা দেশকে ধোঁকা দেয়, জাতির সাথে প্রতারণা করে তারা শিক্ষার্থীদের কি শিক্ষা দেবে। এ ধরনের প্রতারকদের চাকুরী চুত্য করে প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া উচিত। রূপসা সরকারী (বঙ্গবন্ধু) কলেজের সাবেক অধ্যক্ষ মনোজ কান্তি মন্ডল জানান সমাজকর্ম বিভাগের প্রভাষক উত্তম কুমার বিশ্বাসের বিরুদ্ধে জাল সনদ তদন্তের জন্য খুলনা বিভাগের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর আঞ্চলিক পরিচালক মোঃ হারুনার রশিদ বলেছেন জাল সনদে চাকুরীরত উত্তম বিশ্বাসের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে, কর্তৃপক্ষ তদন্ত প্রতিবেদন প্রেরণ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তাছাড়া দুর্নীতিবাজ উত্তম বিশ্বাসের অত্যাচারে অতিষ্ঠিত হয়ে এলাকার সাধারণ মানুষ তৎকালীন সময়ে তার বিরুদ্ধে জনতায়বদ্ধ হয়ে মানববন্ধন করে ছিল। এ ব্যাপারে বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোপাল চন্দ্র মন্ডল বলেন উত্তমের এসকল অপরাধ কর্মের সময় আমি দায়িত্বে ছিলাম না। তবে শুনেছি উত্তমের বিষয় একটি তদন্ত বাংলাদেশ মাধ্যমিকও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে রয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।