আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে জুলাই অভ্যুত্থান ফুটবল প্রতিযোগিতা-২০২৫ গাংনী উপজেলা মিনি স্টেডিয়াম (সাহারবাটি) মাঠে আয়োজন করা হয়েছে। গাংনীর ক্রীড়া সংগঠক, প্রাক্তণ খেলোয়াড়বৃন্দ ও চৌগাছা ইয়াং স্টার ক্লাবের মাসব্যাপী আয়োজিত ফুটবল প্রতিযোগিতার ১ম রাউন্ডের ৪র্থ খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় দৌলতপুর উপজেলার ছাতারপাড়া ফুটবল একাদশ শ্বাসরুদ্ধকর খেলা গোল্ডেন টাইব্রেকারে ৮-৭ গোলে মেহেরপুর সদর উপজেলার আলমপুর ফুটবল দলকে হারিয়ে বিজয় লাভ করেছে। নির্ধারিত সময়ে ৪-৪ গোলে সমতা থাকলে খেলা টাই ব্রেকারে গড়ায়। ৫ বার টাইব্রেকারে পুণরায় সমতা থাকলে শেষ বারের শুটে ছাতারপাড়া জয়লাভ করে।
আজ রবিবার (২০ জুলাই) বিকেল ৪ টার সময় গাংনী উপজেলা মিনি স্টেডিয়ামে ছাতারপাড়া ফুটবল একাদশ ও আলমপুর ফুটবল একাদশের মধ্যে হাইভোল্টেজ খেলা অনুষ্ঠিত হয়।
বিকেল ৪ টার সময় আয়োজক কমিটির সহ সভাপতি সহকারী বিশিষ্ট ক্রীড়াবিদ ও সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের ভূমিকা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।
শহীদদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা ও আহতদের প্রতি সুস্থতা কামনা ও সমবেদনা জানিয়ে ১ম পর্বের ৪র্থ খেলার উদ্বোধন ঘোষনা করা হয়। খেলার আয়োজক কমিটির সভাপতি সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া উদ্বোধন ঘোষনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, কমিটির সহ সভাপতি সিনিয়র সাংবাদিক ও বিশিষ্ট ক্রীড়াবিদ অঅীমরুল ইসলাম অল্ডাম, কমিটির সেক্রেটারী সুলেরী আলভী, সাহারবাটি গ্রামের প্রাক্তন খেলোয়াড় ও ওয়ার্ড বিএনপির সভাপতি সুরাত আলী, মুকুল হোসেন সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ।
হাইভোল্টেজ ম্যাচটিতে প্রধান রেফারী হিসেবে খেলা পরিচালনা করেন, বাফুফের প্রশিক্ষণপ্রাপ্ত রেফারী মাহবুবুল হক মাহবুব,সহকারী রেফারী আরাফাত হোসেন বিপ্লব, সহকারী রেফারী ছিলেন সাইফুল ইসলাম টুটুল।
খেলা শেষে ম্যান ছাতারপাড়ার ১০ নং জার্সি পরিহিত খেলোয়াড় শিপন অব দ্য ম্যাচ অর্থ্যাৎ সেরা খেলোয়াড় নির্বাচিত হলে গাংনী বাজারের আহসান খেলা ঘরের পক্ষ থেকে পুরস্কার হিসেবে জার্সি উপহার দেয়া হয়।
খেলার ধারাভাষ্যে ছিলেন, সিনিয়র সাংবাদিক ও বিশিষ্ট ক্রীড়াবিদ আমিরুল ইসলাম অল্ডাম , সুলেরী আলভী ও বখতিয়ার রহমান।
দুটি শক্তিশালী দলের খেলা পুরুষের পাশাপাশি মহিলা দর্শকরাও উপভোগ করেন।
আমিরুল ইসলাম অল্ডাম