ঢাকাMonday , 21 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পারফরমেন্স বেজড গ্র্যান্টস স্কিমে রাণীশংকৈলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান

Mahamudul Hasan Babu
July 21, 2025 10:34 am
Link Copied!

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (এসইডিপি) স্কিমের আওতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১জুলাই) সকালে রাণীশংকৈল উপজেলা পরিষদ প্রাঙ্গণের ইউআইটিআরসিই ব্যানবেইস ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- ঠাকুরগাঁও জেলা শিক্ষা অফিসার জনাব শাহীন আকতার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব বেলাল উদ্দিন সরকার।
এছাড়াও অনুষ্ঠানে রাণীশংকৈল প্রেসক্লাব সভাপতি সফিকুল ইসলাম শিল্পী, সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুব আলম সহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পারফরমেন্স মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে সনদ ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এছাড়াও শিক্ষা উন্নয়নে ভবিষ্যৎ পরিকল্পনা, সুশাসন ও মানোন্নয়নের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীবৃন্দ এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন ও কর্মদক্ষতার জন্য এধরনের পুরস্কার অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষকদের উৎসাহিত করা হবে বলেও অনুষ্ঠানে বক্তারা মত প্রকাশ করেন।