এম, এ কুদ্দুস , বিরল (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বিরলে আলোচিত ভ্যানচালক আসাদুল (৩৫) হত্যা কান্ডের ঘটনায় এক সপ্তাহের মধ্যে ছিনতাই হওয়া অটোভ্যান ও হত্যায় ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার এবং মূল আসামী মুন্নাসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানাগেছে, সোমবার ভোরে বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর এর পরামর্শ ও দিকনির্দেশনায় এস আই রব্বানীর নেতৃত্বে এএসআই মুরসালিন ও এএসআই আনোয়ার হোসেনসহ সংগীয় ফোর্স অভিযান চালিয়ে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই হত্যা কান্ডের মূল আসামি উপজেলার ২ নং ফরক্কাবাদ ইউপি’র দামাইল সংঙ্গতপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে নাজমুল হক মুন্না (২৮) কে গ্রেফতার করে।
পরে মুন্নার দেয়া স্বীকারোক্তিমূলক ভ্যান ক্রেতা ও সহযোগী আসামী জেলার বোচাগঞ্জ উপজেলার বাজনিয়া গ্রামের মৃত প্রবীণ দেব শর্মার ছেলে স্থানীয় আম ব্যবসায়ী কিনুরাম দেব শর্মা (৩৮) ও একই উপজেলার জালালী গ্রামের মোসলেম আলীর ছেলে রুবেল ইসলাম অরফে সাহেব আলী (৩৬) কে গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া অটোভ্যান ও হত্যা কান্ডে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করে পুলিশ।
উল্লেখ্য, গত ১৬ জুলাই সকালে উপজেলার ৩নং ধামইর ইউপি’র ধুকুরঝাড়ী হতে কাহারোল পাকা সড়কের মাটিয়ান পুকুরের পাশ থেকে অটোভ্যান চালক আসাদুলের লাশ উদ্ধার করে পুলিশ। পরে এঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হয়।
নিহত অটোভ্যান চালক উপজেলার ৭নং বিজোড়া ইউনিয়নের যোগীহারি গ্রামের জহুরুল ইসলামের ছেলে।