আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীর গাড়াবাড়ীয়া গ্রামের চাঞ্চল্যকর ইলিয়াস আলী হত্যাকান্ডের দুই মাস পার হলেও আসামীদের গ্রেফতার না করে মোটা অর্থের বিনিময়ে সন্দেহভাজন সহ এজাহার নামীয় দুই জনকে চার্জশীট থেকে বাদ দিতে চুড়ান্ত প্রস্তুুতি নিচ্ছে বলে অভিযোগ করেছে নিহতের স্বজনরা।
গত দুই মাসেও অজ্ঞাতনামা আসামীদের চিহিৃত ও মামলার এজাহার নামীয় দুই আসামী সাবেক ইউপি সদস্য আওয়ামীলীগ নেতা ময়নাল হোসেন ও তার স্ত্রী সুখিয়ারা খাতুনকে গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করে তদন্ত কর্মকর্তা পরিবর্তনের দাবি করেছে ভুক্তভুগীর পরিবার।
জানা গেছে, চলতি বছর গত ৮ মে ভোরে ষোলটাকা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আওয়ামীলীগ নেতা ময়নাল হোসেনের ছেলে সবুজ আহমেদের ছুরিকাঘাতে তার চাচা শশুর কাথুলী ইউনিয়নের গাড়াবাড়িয়া স্কুল পাড়ার মৃত নেকসার আলীর ছেলে ইলিয়াস হোসেন (৪৪) নিহত হয়।
এঘটনায় নিহত ইলিয়াস হোসেনের মেজ ভাই মাবুদ হোসেন বাদি হয়ে ঘাতক সবুজ আহমেদ ও তার পিতা সাবেক ইউপি সদস্য আওয়ামীলীগ নেতা ময়নাল হোসেন ও মা সুখিয়ারা খাতুনের নামে হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ১৪ তাং ০৮.০৫.২৫ ইং।
এদিকে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা হত্যাকান্ডের সময় সবুজকে আটক করে পুলিশে সোপর্দ করলেও মামলার আসামী সাবেক ইউপি সদস্য আওয়ামীলীগ নেতা ময়নাল হোসেন ও তার স্ত্রী সুখিয়ারা খাতুনকে গ্রেফতার ও অজ্ঞাতনামা আসামীদের চিহিৃত না হওয়ায় গাড়াবাড়িয়া গ্রামে ৯ মে মানববন্ধন করে নিহতের স্বজন ও এলাকাবাসি।
নিহতের চাচাতো ভাই বিএনপি নেতা মো: আব্দুল জাব্বার অভিযোগ করে বলেন, আসামীরা এলাকায় অবস্থান করলেও তাদের গ্রেফতার করা হচ্ছেনা। এই দুই মাসে আসামীদের গ্রেফতার না করে মোটা অর্থের বিনিময়ে সন্দেহভাজন সহ এজাহার নামীয় দুই জনকে চার্জশীট থেকে বাদ দিতে চুড়ান্ত প্রস্তুুতি নিয়েছে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই ওয়াহিদ। আর অবৈধ লেনদেন সহ আসামীদের সার্বিক সহযোগিতা করছেন ঘাতকের চাচা ও আওয়ামীলীগ নেতা আব্দুল হান্নান ও আসামীদের নিকট আত্নীয় গাংনী থানার পুলিশ কনষ্টেবল লিটন আলী। হত্যা মামলার আসামী সাবেক ইউপি সদস্য আওয়ামীলীগ নেতা ময়নাল হোসেনের ছোট ভাই আওয়ামীলীগ নেতা আব্দুল হান্নান গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় কাথুলী ইউপিতে আওয়ামীলীগ প্রার্থীর জনসভায় প্রকাশ্য অস্ত্র নিয়ে অবস্থান করায় তার অস্ত্র জব্দ করে লাইসেন্স বাতিল করে জেলা প্রশাসন।
কাথুলী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান ফেরদৌস ওয়াহেদ বেল্টু বলেন,ইলিয়াস হত্যাকান্ড নিয়ে কোন ষড়যন্ত্র দেখতে চাইনা। অবিলম্বে এজাহার নামীয় সহ অজ্ঞাতনামাদের চিহিৃত করে গ্রেফতার করতে হবে অন্যথায় কঠোর কর্মসূচী দেয়া হবে।
ঘাতক সবুজ আহমেদের স্ত্রী সালমা খাতুন বলেন, সবুজের বাবা মা ও পরিবারের সদস্যদের নিরব ভুমিকার কারনে একের পর এক অপরাধ করলেও টাকার জোরে পার পেয়ে যায়। তার পরিবারের লোকজন শাসন করলে হত্যাকান্ডের মত ঘটনা ঘটানোর সাহস পেতনা। সবুজের নানা অপকর্ম তার বাবা মা ও চাচাদের জানানো হলেও কর্নপাত করতো না, একারনে সে বেপরোয়া হয়ে উঠেছে। পারিবারিক সুশিক্ষা না থাকার কারণে সবুজ মাদকাশক্ত থেকে ঘাতকে পরিনত হয়েছে। জীবনের ভয়ে স্বামীর ঘর থেকে পালিয়ে এসেছেন দাবি করে খুনির সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করার পাশাপাশি এজাহার ও অজ্ঞাত নামা আসামীদের গ্রেফতারের দাবি জানান।
নিহত ইলিয়াস হোসেনের মেজ ভাই মামলার বাদী আব্দুল মাবুদ হোসেন বলেন, সাবেক ইউপি সদস্য আওয়ামীলীগ নেতা ময়নাল হোসেন ও তার স্ত্রী সুখিয়ারা খাতুনকে গ্রেফতার করছেনা পুলিশ। তাই মামলার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন ও তার সহযোগী পুলিশ কনষ্টেবল লিটন আলীকে প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই ওয়াহিদ বলেন,একাধিকবার আসামীদের বাড়িতে অভিযান চালানো হয়েছে। তাদের বাড়িতে পাওয়া যায়নি। তবে অভিযান অব্যাহত আছে। আসামীদের চার্জশীট থেকে বাদ দেওয়া হচ্ছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তদন্ত চলছে তদন্ত শেষে এ বিষয়ে সব পরিস্কার হবে। অবৈধ লেনদেন অভিযোগ সত্য নয় বলে দাবি করেন তিনি।
এবিষয়ে জানতে পুলিশ কনষ্টেবল লিটন আলীকে ফোন দেয়া হলে তিনি রিসিভ করেননি।
আওয়ামীলীগ নেতা আব্দুল হান্নান বলেন,ইলিয়াস হত্যা মামলার আসামী তার ভাই সাবেক ইউপি সদস্য ময়নাল হোসেন ও তার স্ত্রী সুখিয়ারা খাতুন কোথায় আছে তিনি তা জানেন না।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, মামলার তদন্ত চলছে। ইলিয়াস হোসেন হত্যার প্রধান আসামী সবুজ আহমেদকে গ্রেফতার করা হয়েছে অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে