ঢাকাTuesday , 22 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ বিমানবাহিনীর বিমান বিধ্বস্ত  : নিহত শিক্ষার্থীদের রুহের মাগফেরাত এবং আহতদের  সুস্থতা কামনায় মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
July 22, 2025 7:13 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি  : রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী নিহত ও কয়েকজন আহত হওয়ার ঘটনায় তাদের রুহের মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন।

বক্তব্যে মাসুদ অরুন বলেন, “এই দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছেন, তারা যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন—আল্লাহর দরবারে সেই দোয়া করছি।”

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাস, মেহেরপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজি প্রমুখ।

দোয়া মাহফিলে কুরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন স্থানীয় এক হাফেজে কোরআন। এতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।