বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরম্যান্স বেইজড গ্রান্ডস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম- এসইডিপি’র উপজেলা শ্রেষ্ঠ শিক্ষার্থী ও উচ্চ মাধ্যমিক সমাপনী পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বুধবার (২৩ জুলাই) সকালে বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) খায়রুল আনাম মোঃ আফতাবুর রহমান হেলালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিরেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের হিসারক্ষণ কর্মকর্তা মুন্সী মুহঃ আব্দুল মান্নান, বোদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আইবুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আবু ওয়ারেজ।
উপজেলার ২০২২-২৩ শিক্ষাবর্ষে বোদা উপজেলার বিভিন্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদরাসার ৩৮ জন শ্রেষ্ঠ শিক্ষার্থী শিক্ষা বৃত্তি অর্জন করে। তাদের প্রত্যেককে অগ্রনী ব্যাংক আইবাসের মাধ্যমে এসএসসি/দাখিল শিক্ষার্থীদের ১০ হাজার এইচএসসি/আলিম শিক্ষার্থীদের ২৫ হাজার করে তাদের এ্যাকাউন্টে জমা করে সরকার। শিক্ষাথী, প্রধান শিক্ষক, অধ্যক্ষ, অভিবাবক প্রতিষ্ঠানের সভাপতিকে অনুষ্ঠানে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।