আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : কৃষিই সমৃদ্ধি এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় ২০২৪-২৫ অর্থবছরে প্রনোদনা কর্মসূচির আওতায় পেঁয়াজ সংরক্ষণে উপজেলার মধ্যে ৮টি ইউনিয়নের ৮জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন এবং একই অর্থ বছরের শীতকালীন পেঁয়াজ বীজ (কন্দ) উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা-পৌরসভার মধ্যে ১২টি ইউনিয়নের ১৫জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা বিভাজন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার বেলা ১১টার সময় উপজেলা কৃষি অফিস চত্ত্বরে এই দুটি আয়োজনের উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের বাস্তবায়নে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম’র সভাপতির বক্তব্যে তিনি জানান, কৃষক প্রতি সর্বমোট ২৭হাজার টাকার চেক গ্রহণ করেছেন এবং উক্ত টাকা থেকে ১টি করে পেঁয়াজ সংরক্ষণের এযার ফ্লো মেশিন ক্রয়ের জন্য ২০হাজার টাকা ও ঘরের ৪টি দেয়াল-মাচা তৈরির সক্ষমতার জন্য ৭ হাজার ব্যয় করতে পারবেন। এছাড়াও কৃষকের ২০ শতক জমির পরিমান থাকা শর্তে শীতকালীন পেঁয়াজ বীজ (কন্দ) উৎপাদনে কৃষক প্রতি ১৬০কেজি শীতকালীন পেঁয়াজ বীজ (কন্দ), ৩৫০টাকার বালাইনাশক, ডিএপি সার ২০ কেজি ও এমওপি সার ২০ কেজি, ১টি বীজ সংরক্ষণ পাত্র দেওয়া হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছার মাল্টিমিডিয়া ডট কম সার্ভিসের পরিচালক আফজাল হোসেন চাঁদ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার লাহাবুল ইসলাম, উপ-সহকারী কৃষি অফিসার নয়নানন্দন পাল নয়ন, মহাদেব কুমার দাস, আইয়ুব হোসেন, অর্ধেন্দু কুমার পাড়ে, মফিজুর রহমান-১, মফিজুর রহমান-২, রোকুনুজ্জামান, লাহাবুল ইসলাম, শ্যামল কুমার নাথ, শান্ত কুমার সাহা, আফরোজা আক্তার, শহিদুল ইসলাম, রিয়াদ মাহমুদ, জাহিদুল ইসলাম, আফসানা হক, হাসানুজ্জামান পরাগ, এমএমএ গফুর, শরিফুল ইসলাম, রয়েল হোসেন, নুরুল ইসলাম, কামরুজ্জামানসহ উপকারভোগী কৃষক-কৃষানীবৃন্দ।