এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সুযোগ রাখার দাবিতে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি (বিকেএস)-এর মানব বন্ধন ও ইউএনও বরাবরে স্মারকলিপি পেশ করা হয়েছে।
বৃহষ্পতিবার দুপুরে বিরল কেন্দিয় স্থানীয় শহীদ মিনার চত্ত¡রে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি (বিকেএস)-এর বিরল উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি (বিকেএস)-এর বিরল উপজেলা শাখার সভাপতি জাহেদা পারভীন মালা, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সহ সভাপতি শামীম রেজা, সাজ্জাদ হোসেন, কোষাধ্যক্ষ হেলাল হোসেন, বিদ্যোৎসাহী আবু রায়হান, মহিলা বিষয়ক সম্পাদক কল্পনা রানী, সদস্য সুমি আকতার ও ইয়াকুব আলী প্রমূখ। এসময় বক্তারা সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির ছাত্র-ছাত্রীদের পরীক্ষায় অংশগ্রণের সুযোগ দেয়ার দাবি জানান।
পরে নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইন্দ্রজীত সাহা এর মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে এক স্মারকলিপি পেশ করেন।