আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী-কাথুলী সড়কে লেগুনা ও পাখিভ্যানের মুখোমুখি সং*ঘ*র্ষে শিশুসহ ৫ জন আ*হ*ত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই), বিকেল সাড়ে ৪ টার দিকে গাংনী-কাথুলী সড়কের গাংনী উপজেলার সাহারবাটি ইবাদতখানার সন্নিকটে এ দু*র্ঘ*ট*না ঘটে।
স্থানীয় সূত্র জানায়, পাখিভ্যানযোগে ৪ জন যাত্রী গাংনী থেকে সাহারবাটি যাচ্ছিলেন। পথিমধ্যে ইবাদতখানা ছাড়িয়ে অদূরে একটি লেগুনা যার নং মেহেরপুর ছ- ১১০০১৮ বিপরীত দিক থেকে গাংনী যাওয়ার পথে নিজ লেন ছেড়ে বিপরীত লেনে এসে সজোরে ধাক্কা দেয় পাখিভ্যানকে। এ ঘটনায় সাহারবাটি গ্রামের শাকিল, তার মা, একজন শিশু এবং পাখিভ্যানের চালক রফিকুল ইসলামসহ আরো একজন আ*হ*ত হয়েছে।
ঘটনায় পরপরই লেগুনার চালক ও হেলপার সুকৌশলে পালিয়ে যায়।
স্থানীয়রা আ*হ*ত*দের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। আ*হ*ত*দের মধ্যে পাখিভ্যান চালকসহ অপর ২ জনের অবস্থা গুরুতর