ঢাকাFriday , 25 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরলে পতিত আওয়ামীলীগের ইউনিয়ন শাখা সভাপতি ও চেয়ারম্যান মামুন গ্রেফতার।

Mahamudul Hasan Babu
July 25, 2025 9:31 am
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে পতিত আওয়ামীলীগের ইউনিয়ন শাখা সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন কে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার ভান্ডারা ইউপি’র বুড়ির হাট সুবাজ উদ্দীন পাড়া জামে মসজিদে এশার নামাজ আদায় করে বের হলে বিরল থানা পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
মামনুর রশীদ মামুন বিরল উপজেলার ৬নং ভান্ডারা ইউনিয়ন শাখা আওয়ামীলীগের সভাপতি ও ওই ইউনিয়নের চেয়ারম্যান।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছবুর।

মামনুর রশীদ মামুন একটি মামলার এজাহার নামীয় আসামী এবং ওই মামলায় তিনি বিজ্ঞ আদালত হতে জামিনে আছেন। তবে বিরল থানার অপর একটি মামলায় অজ্ঞাত আসামী হিসাবে তাকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার দুপুরের দিকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।