ঢাকাMonday , 28 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির অভিযোগে  কলেজছাত্র আটক

Mahamudul Hasan Babu
July 28, 2025 9:25 am
Link Copied!

এম এ শাহীন: রংপুরের গঙ্গাচড়া উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে রঞ্জন রায় (১৮) নামের এক কলেজছাত্রকে আটক করেছে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ। শনিবার রাত ৮টা ৩০ মিনিটের দিকে উপজেলার বেতগাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক রঞ্জন রায় গঙ্গাচড়ার বেতগাড়ী ইউনিয়নের আলদাদপুর ছয়আনি গ্রামের বাসিন্দা সুজন কুমারের ছেলে। তিনি রংপুরের রিট পলিটেকনিক ইনস্টিটিউটের (RIT) কম্পিউটার বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
পুলিশ সূত্রে জানা গেছে, রঞ্জন রায় এলআরএম নামক একটি ফেসবুক আইডি থেকে গত পাঁচ দিন ধরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে একাধিক অবমাননাকর ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন পোস্ট করেন। বিষয়টি নজরে আসার পর গঙ্গাচড়া মডেল থানার একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে শনাক্ত করে অভিযান চালায় এবং আটক করে।
গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল এমরান জানান, “সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে রঞ্জন রায়কে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।