ঢাকাMonday , 28 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বোদায় নিষিদ্ধ আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগের কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

Mahamudul Hasan Babu
July 28, 2025 3:26 pm
Link Copied!

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : বোদায় নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ ও তাদের দোসর কর্তৃক দেশকে অস্থিতিশীল করার জন্য সারাদেশে অব্যাহত কার্যক্রমের প্রতিবাদে বোদায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ জুলাই) ফ্যাসিবাদ বিরোধী ঐক্য পরিষদ বোদা উপজেলার আয়োজনে কেন্দ্রীয় শহিদ মিনার চত্তরে থেকে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রনেতা ফজলে রাব্বী, ওমর ফারুক, ছানাউল্লাহ, মনজিল মুরাদ প্রমুখ।

বক্তরা বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বিদেশের মাটিতে পালিয়ে, নিষিদ্ধ ছাত্রলীগের সদস্যদের সাথে গোপনে মিটিংয়ের মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। তাদের কার্য্যক্রম নিষিদ্ধ করেছে সরকার। তারা দেশকে অস্থিতিশীল ও নৈরাজ্য সৃষ্টি করতে গোপনে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। প্রশাসনকে নিষিদ্ধ সংগঠনের নেতাদের দ্রুত গ্রেফতার ও আইনগত ব্যবস্থা গ্রহনে অনুরোধ জানান তারা।

তারা আরো বলেন, এই আওয়ামী লীগকে ছাত্র-জনতা পতন ঘটিয়েছে। যাদের হাতে রক্ত ঝরেছে, ২ হাজার মানুষ হত্যা করেছে তাদের জায়গা বাংলাদেশের মাটিতে হবে না। সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ বাংলার জমিনে জায়গা নিতে চাইলে ছাত্র-জনতা আবারও জেগে উঠবে। আবু সাইদসহ যারা রক্ত দিয়েছে,আহত ও নিহত হয়েছে তাদের রক্তের বিনিময়ে এই আওয়ামী ফ্যাসিস্টদের বিচার বাংলার মাটিতেই করতে হবে।