ঢাকাThursday , 31 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬ বছর ধরে অচল এক্স-রে যন্ত্র, দুর্ভোগে রোগীরা, দুদকের অভিযান।

Mahamudul Hasan Babu
July 31, 2025 12:47 pm
Link Copied!

সাকিব আহসান প্রতিনিধি,পীরগঞ্জ, ঠাকুরগাঁও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬ বছর ধরে এক্স-রে যন্ত্র বিকল অবস্থায় পড়ে রয়েছে। ফলে রোগীদের বাইরে গিয়ে অতিরিক্ত খরচে এক্স-রে করাতে হচ্ছে, যা গরিব রোগীদের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি টিম হাসপাতালটিতে অভিযান পরিচালনা করেছে এবং একাধিক অনিয়ম ও অব্যবস্থাপনা চিহ্নিত করেছে।
 ৫০ শয্যার এই হাসপাতালের একমাত্র এক্স-রে যন্ত্র ২০০৮ সাল থেকে বিকল অবস্থায় রয়েছে। ২০১১ সালে আবার নতুন যন্ত্র বসানো হলেও সেটিও দুই বছর পর থেকেই অকেজো। ফলে গত ১৬ বছর ধরে রোগীরা এক্স-রেসহ প্রয়োজনীয় পরীক্ষা করাতে বাধ্য হচ্ছেন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে, যেখানে ফি ৪০০ টাকা পর্যন্ত নেয়া হচ্ছে, যা সরকারি হাসপাতালে মাত্র ১০ টাকায় হয়ে যেতে পারত।
রোগীদের দুর্ভোগ-
ওষুধ ও ইনজেকশন মজুদ থাকা সত্ত্বেও
রোগীদের না দেওয়া, বাহিরের ফার্মেসী হতে পরোক্ষভাবে ওষুধ কিনতে বাধ্য করা। সরকার নির্ধারিত পরিমাণের চেয়ে পাঁচগুন কম পরিমাণের ও নিম্নমাণের খাবার রোগীদের মাঝে সরবরাহ করা এবং রোগীদের সাথে নার্সদের অসহনীয় দুর্ব্যবহার।
স্বাস্থ্য কর্মকর্তাদের ব্যর্থতা ও দায়-
হাসপাতাল সূত্রে জানা গেছে, কয়েকবার চেষ্টা করেও নতুন যন্ত্রটি চালু করা যায়নি কারণ দক্ষ রেডিওলজিস্ট ও রক্ষণাবেক্ষণের অভাব। ২০১৯ সালে হাসপাতালের জনবল বৃদ্ধির কথা বলা হলেও ১৬ বছরেও এক্স-রে কার্যক্রম চালু না হওয়া স্বাস্থ্যসেবার প্রতি অব্যবস্থাপনার পরিচায়ক।
দুদকের অভিযান ও সুপারিশ-
আজ দুদকের একটি বিশেষ টিম হাসপাতালটি পরিদর্শন করে তথ্য সংগ্রহ করেছে। তাদের প্রতিবেদনে হাসপাতালের যন্ত্রপাতির দীর্ঘমেয়াদি অকার্যকারিতা, জনবল ঘাটতি এবং রক্ষণাবেক্ষণে দুর্বলতা তুলে ধরা হয়েছে। দুদক সূত্রে জানা গেছে, পীরগঞ্জ হাসপাতালের এক্স-রে ইউনিট দ্রুত চালু করার সুপারিশ করা হবে এবং দায়িত্বে অবহেলার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ফলশ্রুতিতে, দুদকের পদক্ষেপ হিসেবে
খাবার সরবরাহকারী ঠিকাদার,ফার্মাসিস্ট ও নার্স ইনচার্জকে শোকজ করা হয়েছে এবং জবাব প্রদান করতে বলা হয়েছে।