সাকিব আহসান প্রতিনিধি, পীরগঞ্জ, ঠাকুরগাঁও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় শিক্ষার্থী ও কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার ও বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ১৫০০ জন শিক্ষার্থীর মাঝে দেশীয় ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। প্রত্যেক শিক্ষার্থীকে নিম, জাম, বেল ও কাঁঠাল সহ চার প্রকারের একটি করে মোট চারটি চারা প্রদান করা হয়।
অন্যদিকে, ১২৫ জন কৃষকের মাঝে উন্নত জাতের আমের চারা বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ৫টি করে আমের চারা প্রদান করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান বলেন, “এই চারা বিতরণের উদ্দেশ্য শুধু ফল উৎপাদন নয়, বরং পরিবেশ রক্ষা ও ছায়া সৃষ্টির মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করা এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কৃষি প্রণোদনা কর্মসূচি চালু থাকবে।”
চারা বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশফাকুল কবীর , উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান,কৃষি কর্মকর্তা নিহারঞ্জন রায়, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইসরাত জাহান লিমা,উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রহিম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোফাজুল হক,পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল,সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সহ সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন প্রমুখ।