আব্দুর রশিদ তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধি : জুলাই আন্দোলনে স্কুল-কলেজ-মাদ্রাসা ও বিশ^বিদ্যালয় শিক্ষার্থীদের ধারাবাহিক কর্মসূচিগুলো দেশ-বিদেশে জানাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন গণমাধ্যম কর্মীরা। সরকারের পক্ষ থেকে সে সময় গণমাধ্যমের উপর হস্তক্ষেপ করা হয়। সারা দেশে আইন-শৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগ-আওয়ামী লীগ দ্বারা গণমাধ্যম কর্মীরা হয়রানি ও নির্যাতনের শিকার হন। এরপরও মৃত্যুর ঝুঁকি নিয়ে অকুতোভয় দু’সাহসী সাংবাদিকরা ছাত্র-জনতার আন্দোলনের খবর সংগ্রহে ব্যস্ত সময় পার করেন। জুলাই অভ্যুত্থান সফলতার পেছনে গণমাধ্যম কর্মীদের অবদান ছিল প্রসংশনীয়। অভ্যুত্থানের সঙ্গে মফস্বল সাংবাদিকদের সম্পর্ক ছিল অত্যন্ত গভীর। মফস্বল থেকে যারা আন্দোলনের মাঠে খবর অসীম সাহসিকতা ও দূরদর্শিতার সঙ্গে সংগ্রহ করে প্রচার করেছেন তাদেরই একজন মোহাম্মদ তুহিন। যিনি জুলাই যুদ্ধে প্রেরণাদীপ্ত এক গণমাধ্যম কর্মী। বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার পাছতেরিল্যা গ্রামে। তার পিতার নাম মোহাম্মদ মনিরুজ্জামান। মাতা বেগম নাসরিন।
তুহিন ছাত্রজীবনে সখের বশে সাংবাদিকতা শুরু করেন। বিভিন্ন জাতীয় দৈনিকে মফস্বল সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি দৈনি আজকের সংবাদ পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
কোটাবিরোধী আন্দোলনের কর্মীদের উপর জুলাইয়ের মাঝামাঝিতে সরকারি বাহিনী এবং আওয়ামী সন্ত্রাসীরা নজিরবিহীন হামলা চালায়। তখন এই আন্দোলন আর শুধু স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ^বিদ্যালয় ইস্যু থাকে না বরং জাতীয় ইস্যুতে পরিণত হয়। সারা দেশে প্রশাসন ও আওয়ামী সন্ত্রাসীদের রক্তচক্ষু উপেক্ষা করে সর্বস্তরের মানুষ আন্দোলনে সম্পৃক্ত হন। প্রতিবাদ প্রতিরোধে তারা অংশ নেন। ভূঞাপুর অঞ্চলের এসব প্রতিবাদ প্রতিরোধের খবর জুলাই যুদ্ধে প্রেরণাদীপ্ত গণমাধ্যম কর্মী তুহিন সাহসিকতার সাথে সংগ্রহ করে বিভিন্ন সামাজিক ও গণমাধ্যমে প্রেরণ করেন। ইন্টারনেট বন্ধের পরও দমে যায়নি তুহিন। নানা প্রতিকুলতা উপেক্ষা করে দেশবাসীর নিকট আন্দোলনের খবর পৌঁছিয়েছেন। পাশাপাশি আন্দোলনে অংশগ্রহণকারীদের পাশে থেকে প্রেরণা ও সাহস জুগিয়েছেন। মূলত জুলাই অভ্যুত্থানের সঙ্গে তুহিনের সম্পর্ক ছিল অত্যন্ত গভীর। যার কারণে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীদের চক্ষুশূলে পরিণত হয়।
১৮ জুলাই ২০২৪ টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা সদরে কেন্দ্রীয় মসজিদের সামনে সমবেত হল ছাত্র-জনতা। সেখান থেকে বিক্ষোভ শুরু করে বাজারের দিকে অগ্রসর হতে থাকলে বিভিন্ন স্থানে অবস্থানরত আওয়ামী লীগ-ছাত্রলীগ সন্ত্রাসীরা তাদের উপর অতর্কিত হামলা করে। এ সময় হামলাকারীদের সঙ্গে আন্দোলনকারীদের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময়ে নিরস্ত্র আন্দোলনকারীরা সশস্ত্র সস্ত্রাসীদের সাথে টিকতে না পেরে দিকবিদিক ছুটাছুটি করে চলে যায়। চলে যাওয়ার সময় বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন। এ ঘটনার প্রতিটি দৃশ্য ক্যামেরাবন্দি করেন সাংবাদিক তুহিন। এ কারণে তার উপর চড়াও হয় ছাত্রলীগ সন্ত্রসীরা। তাকে লাঠি-ক্রিকেট স্ট্যাম্প দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। তার কাছে থাকা ক্যামেরা ছিনিয়ে নেয়। পাশে কর্তব্যরত পুলিশ তাকে বাঁচাতে এগিয়ে আসেনি। পরে আহত সংবাদকর্মী তুহিনকে চিকিৎসার জন্য সহকর্মী ও আন্দোলনকারীরা হাসপাতালে নিতে চাইলে বাঁধা প্রদান করে ছাত্রলীগ সন্ত্রাসীরা। নিরুপায়ে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়ে দ্রুত নিরাপদে সরে যান তুহিন। পরদিন সাংবাদিক নির্যাতনের এ ঘটনাটি জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশ হলে ছাত্রলীগ সন্ত্রাসীরা সাংবাদিক তুহিনের উপর ক্ষিপ্ত হয়। তারা তাকে জানে মারার হুমকি দেয়। এ কারণে ৫ আগস্ট পর্যন্ত পালিয়ে বেড়াতে হয় তুহিনকে।
২৪ শের ছাত্র-জনতা গণ-অভ্যুত্থানে গণমাধ্যমকর্মীদের ত্যাগ নিয়ে জাতীয় বা স্থানীয়ভাবে তেমন কোন আলোচনা নেই। তবে গণঅভুত্থানে যেয়ে সংবাদকর্মীদের বীরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার অস্বীকার করার সুযোগ নেই। ইতোমধ্যে নিহত গণমাধ্যম কর্মীদের পরিবার ও আহত গণমাধ্যম কর্মীদের আর্থিক সহযোগিতা প্রদানের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ সরকারিভাবে বিভিন্ন সুবিধা প্রদানের প্রয়োজনীয়তা অনুভব করছেন সাংবাদিক নেতৃবৃন্দ ও বিজ্ঞমহল। সাংবাদিক কল্যাণ ট্রাস্টকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তাগিদ রয়েছে তাদের। ১৮ জুলাইয়ের অভিজ্ঞতা জানতে চাইলে সাংবাদিক তুহিন বলেনÑ কোন কিছু বুঝে ওঠার আগেই সেদিন ছাত্রলীগ সন্ত্রাসীরা আমার ওপর অতর্কিত হামলা করে। পাশে পুলিশ থাকলেও আমাকে বাঁচাতে এগিয়ে আসেনি। আহত অবস্থায় রাস্তায় পড়ে আছি। ছাত্রলীগ সন্ত্রাসীরা আমাকে ঘিরে রেখেছে। চিকিৎসার জন্য হাসপাতালে নিচ্ছে না। তখন বাঁচার আশা প্রায় ছেড়েই দিয়েছি। জুলাই যুদ্ধে আহত এ সাংবাদিক বৈষম্যমুক্ত রাষ্ট্র ও সমাজ গঠনের পাশাপাশি সরকারের নিকট তার প্রাপ্য সম্মান চান।